কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীর উত্তরপাশের এলাকা থেকে মহসিন ভুট্টা (৫০) নামে এক সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও চকরিয়া থানা পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ।
নিহত মহসিন সেই চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনা সদস্য।
চকরিয়া ফায়ার সার্ভিস টিমের সাফ অফিসার সেলিম উদ্দিন জানান, মাতামুহুরী নদীর পাশের কিনারা হতে লাশটি পাওয়া গেছে।
চকরিয়া থানার ওসি জানান, চকরিয়া মাতামুহুরী নদীর ব্রিজের পাশে পরিত্যক্ত ভাসমান লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কী কারণে মৃত্যু হয়েছে সেটা এখনো জানা যায়নি।
মন্তব্য করুন