সিলেটে নগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে সামিয়া আফরোজ (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী তিন তলা ভবন থেকে লাফিয়ে পড়েছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ওই কলেজের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে আহত হন তিনি।
স্কুল সূত্রে জানা গেছে, সিলেট নগরীর জালালাবাদ এলাকার বাসিন্দা আজিজুর রহমানের মেয়ে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সায়মা আফরোজ গণিত বিভাগের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলসমের ভয়ে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা আহত অবস্থায় উদ্ধার করে তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
এ বিষয়ে নগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জমির উদ্দিন কালবেলাকে বলেন, দশম শ্রেণির শিক্ষার্থী সায়মা আফরোজ নামের শিক্ষার্থী লাফ দিয়ে আহত হয়েছেন। সকালে তিনি ক্লাসে ছিলেন। গণিত বিভাগের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলামের তখন ক্লাস ছিল গণিতের। সায়মা আফরোজ ক্লাসে ফিজিক্সের ব্যবহারিক খাতা নাড়াচাড়া করতেছে, তখন ওই শিক্ষক তার ব্যবহারিক খাতাটি নিয়ে নেন। পরে সেকেন্ড ক্লাস চলাকালে মেয়েটি ক্লাস রুম থেকে বের হয়ে স্কুলের পাঁচ ভবনের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে শিক্ষক- শিক্ষার্থীরা ওসমানী হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও বলেন, এ কারণে ভয় থেকে লাফ দিয়ে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওই শিক্ষার্থী ওসামানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আমি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন কালবেলাকে বলেন, আমরা ঘটনার খবর পেয়ে স্কুল পরির্দশন করেছি। শিক্ষক-শিক্ষার্থীরা সামিয়া আফরোজকে উদ্ধার করে আহত অবস্থায় ওসামানী হাসপাতালে নিয়ে যান। তিনি চিকিৎসাধীন হাসপাতালে আছেন। বিদ্যালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে মেয়ের পরিবার থেকে মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন