ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : উপমন্ত্রী শামিম

শরীয়তপুরে আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভা। ছবি : কালবেলা
শরীয়তপুরে আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভা। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রই এ উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না। বিএনপি যদি নির্বাচন বানচাল করতে আসে তাহলে জনগণকে সাথে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি।

বলেন, এ দেশের মানুষের একমাত্র আস্থার প্রতীক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। কোনো ষড়যন্ত্রই আওয়ামী লীগের বিজয়কে বাধাগ্রস্ত করতে পারবে না।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পানি ভবনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার পর এখন স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ চলমান রয়েছে। বিএনপি যতই সমাবেশের নামে জনগণকে বিভ্রান্ত করুক কোনো লাভ হবে না। জনগণ বিএনপির দুঃশাসনের কথা ভোলেনি।

তিনি আরও বলেন, আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার কথা ভোলেনি। ক্ষমতায় থাকতে অর্থ পাচারের কথা ভোলেনি। হাওয়া ভবনের কথা ভোলে নাই। অপরাজনীতির কারণে জনবিচ্ছিন্ন গণধিকৃত বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসবে না। নৌকাকে কীভাবে তীরে ভিড়াতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানেন। মানুষ বিএনপিকে ভোট দিবে না। ওরা যদি নির্বাচন বানচাল করতে আসে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি ক্ষমতায় না থাকলে পদ্মা সেতু তৈরি হতো না। তার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। দেশে এরই মধ্যে পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই বছরে আরও মেগা প্রকল্পের উদ্বোধন হবে। উন্নয়ন ও অগ্রযাত্রায় আবার আমরা আরেক ধাপ এগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইবি ওমান চ্যাপ্টার : আমিনুর চেয়ারম্যান, জুবায়ের সম্পাদক

আজও সচিবালয়ে বিক্ষোভ

১০ দাবিতে রাজশাহীতে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট 

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আ.লীগ নেত্রীকে জুতা মারল জনতা

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা বাড়াতে এটুআইয়ের সঙ্গে চুক্তি

পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট চলছে

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে নিষেধাজ্ঞা

র‌্যাংগস ইমার্টের আয়োজনে রেফ্রিজারেটর কার্নিভাল

হবিগঞ্জে পুলিশের গাড়িতে ডাকাতদলের হামলা

সান্তোসে কেমন আছেন নেইমার?

১০

নজরুলজয়ন্তী ঘিরে কুমিল্লায় ৩ দিনের বর্ণাঢ্য আয়োজন

১১

পাকিস্তানে পৌঁছেছে টাইগারদের ১০ সদস্যের বহর

১২

কপোতাক্ষ নদের কাঁকড়া রপ্তানি হচ্ছে ৪ দেশে 

১৩

মেসির জাদুতে রুদ্ধশ্বাস কামব্যাক, তবুও জয় পেল না মায়ামি

১৪

আনাস হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু

১৫

যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় দুর্ঘটনায় দায়ী ৩ জনকে আটক

১৬

অটোরিকশা চালকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

১৭

সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন

১৮

রাজধানীতে ট্রাকের চাপায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী

১৯

সীমান্তে ২ বাংলাদেশিকে বিএসএফের গুলি

২০
X