মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল বেপারি (৪৫) বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর গ্রামের মৃত আলী আজম বেপারির ছেলে।
তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি। কাজ করার সুবাদে তিনি উপজেলা বাউশিয়া এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভবেরচর বাসস্ট্যান্ডে ধীরগতিতে দুটি মিনি কাভার্ডভ্যান চলছিল। এ সময় রাস্তা পার হচ্ছিলেন আজিজুল। পেছন থেকে অন্য একটি কাভার্ডভ্যান মাঝখানে থাকা কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে দুই গাড়ির মধ্যে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.এম. রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ৩টি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। তবে ড্রাইভাররা পলাতক রয়েছে। নিহতের মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন