রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১১:৩৭ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা সেতুর সুরক্ষা বাঁধে ধস, ভাঙনঝুঁকিতে তিন গ্রাম

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার দ্বিতীয় সংযোগ সেতুর পশ্চিম পাশে সুরক্ষা বাঁধ ধসে পড়েছে। ছবি : কালবেলা
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার দ্বিতীয় সংযোগ সেতুর পশ্চিম পাশে সুরক্ষা বাঁধ ধসে পড়েছে। ছবি : কালবেলা

পরপর দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তার দ্বিতীয় সংযোগ সেতুর পশ্চিম পাশে সুরক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার অংশ ধসে পড়েছে। এতে তৈরি হয়েছে প্রায় ৭০ ফুট গভীর গর্ত। ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে লালমনিরহাট–রংপুর আঞ্চলিক সড়ক এবং আশপাশের তিনটি গ্রাম।

স্থানীয়দের অভিযোগ, এর আগে পরপর দুই দফা বন্যায় বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামত করেনি। এবারে নদীতে পানি বাড়তে শুরু করতেই হঠাৎ ব্লক ধসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা সেতু ও পার্শ্ববর্তী এলাকাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।

সরেজমিনে দেখা গেছে, ভারতের পাহাড়ি ঢল কমে যাওয়ায় তিস্তার পানি কিছুটা নামলেও স্রোতের তীব্রতা বাঁধের গায়ে সরাসরি আঘাত করছে। এতে নিচের মাটি সরে গিয়ে ব্লকগুলো ধসে পড়ছে এবং প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে।

প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে রংপুর-লালমনিরহাটের যোগাযোগ সহজ করতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ১২২ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে মহিপুরে তিস্তার ওপর দ্বিতীয় সংযোগ সেতু নির্মাণ করে। এই সেতু বুড়িমারী স্থলবন্দরসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চলের দূরত্ব কমিয়ে আনে এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, আগে দুইবার বন্যায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন আমরা সংশ্লিষ্টদের জানিয়েছিলাম, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন যেভাবে পানি স্রোত আঘাত করছে, উজানে সামান্য বৃষ্টি হলেই বাঁধ ভেঙে যাবে। তিনি দ্রুত বাঁধ মেরামতের দাবি জানান।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, মহিপুরে তিস্তা সেতুর পশ্চিমাংশের বাঁধে নতুন করে ভাঙন শুরু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তিন মাস আগে রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী পরিদর্শন করেছিলেন। এরপর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ওনার সঙ্গে কথা বলে জানাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : জামায়াত

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

১০

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

১১

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

১২

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

১৪

ইরানে বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে?

১৫

ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট

১৬

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন

১৭

অস্ত্র ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

১৮

বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

১৯

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প

২০
X