বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে আখ্যায়িত করে দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বে হজরত ওমরের পর যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকে, সৎ, যোগ্য ও দেশ প্রেমিক- উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, আপনারা দেখবেন তিনি (জিয়াউর রহমান) যখন রাষ্ট্র পরিচালনা করতেন তখন ওনার গলায় একটি ছোট্ট কবজ (তাবিজ) ছিল। উনি রুপার চেইনে কবজটি ব্যবহার করেছিলেন। এটি কোনো কবজ নয়। এটি ছোট্ট একটি কোরআন শরীফ। তিনি ৩০ পারা কোরআন বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। যে মানুষ কোরআন শরীফ বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারেন তার চাইতে মুমিন মুসলমান, খাটি দেশপ্রেমিক আর কেউ হতে পারে না।
যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন না, এদেশে তাদের ভোট চাওয়া এবং নির্বাচন করার অধিকার নেই বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে না। আইনশৃঙ্খলাসহ নানা সংকট উত্তরণের একটিমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই।
তিনি বলেন, এই বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন, তারা বাংলাদেশের বন্ধু নয়, তারা অন্য একটি দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত আছেন। আমরা বাংলাদেশের সকল সেনাবাহিনীকে অভিনন্দন জানাই, তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বপক্ষে আছেন। সেনাবাহিনীর বিরুদ্ধে যারা কথা বলেন- তারা স্বাধীনতার শত্রু।
স্বাধীনতার সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশন সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে দেশ সমৃদ্ধশালী হবে।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন