বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে সেচ প্রকল্প ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সেচের জন্য পানি নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
সেচের জন্য পানি নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

নাটোরের বাগাতিপাড়ায় বাঁশবাড়িয়া সেচ প্রকল্প ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে ৩ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। প্রকল্পের শেয়ারহোল্ডার এবং প্রকল্প এলাকার সাধারণ কৃষকরা সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৬৩-৬৪ সালে ২ হাজার ৩০০ একর জমিতে সেচ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে স্থাপিত হয় ‘বাঁশবাড়িয়া হালকা পাম্প সেচ প্রকল্প’। প্রকল্পের শুরুতে পানি উন্নয়ন বোর্ডের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় ২ হাজার ৩০০ একর জমিতে সেচ কার্যক্রম পরিচালিত হয়। তবে ১৯৯৩ সালে প্রকল্প এলাকার সাধারণ কৃষকদের শেয়ারহোল্ডার করে, শেয়ারহোল্ডারদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে সেচ কার্যক্রম ব্যবস্থাপনার শর্তে পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি হস্তান্তর করে। ত্রিবার্ষিক নির্বাচনের মাধ্যমে তিন বছর পরপর কমিটি গঠনের কথা থাকলেও হস্তান্তরের পর থেকে সেচ কার্যক্রম চালাচ্ছে একই কমিটি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কমিটি গঠন না হওয়ায় ও কমিটির জবাবদিহি না থাকার কারণে নানা অনিয়ম দুর্নীতির ফলে সরকারের এ প্রকল্প সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রকল্প এলাকার হাজার হাজার কৃষক। এক সময় এই প্রকল্পের সুবিধা নিয়ে ২ হাজার ৩০০ একর জমিতে ধান চাষ হলেও সেচ প্রকল্প বাস্তবায়ন কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তাদের অসহনীয় দুর্নীতির ফলে ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষক। বাকি যে সব কৃষক ধান চাষ করেন পানির অভাবে তাদেরও লোকসানের হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন কমিটি ১৯৯৩ সাল থেকে অদ্যাবধি সেচকার্যে ব্যবহৃত পাম্প, লোহার পাইপ, বিভিন্ন যন্ত্রাংশ ও প্রকল্প এলাকায় পানি উন্নয়ন বোর্ডের রোপণকৃত কয়েক হাজার গাছসহ আনুমানিক ৩ কোটি টাকার সম্পদ আত্মসাৎ করেছে।

প্রকল্প এলাকার কৈচরপাড়া গ্রামের কৃষক ইনছার আলী বলেন, আগে সম্পূর্ণ প্রকল্প এলাকায় পানি সরবরাহ ছিল। কিন্তু বর্তমানে তা বন্ধ থাকায় আমাদের প্রতি বছর ব্যাপক লোকসান গুনতে হয়।

কৃষক বাবুল আক্তার বলেন, সেচ প্রকল্পটি কমিটির হাতে হস্তান্তরের পর থেকেই বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে আমরা পানি থেকে বঞ্চিত হচ্ছি। শুধু কমিটির নিজস্ব লোকজনকে পানি সরবরাহ করা হয়। আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও পানি পাচ্ছি না।

সাবেক ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, প্রকল্পটির বর্তমান কমিটি অনিয়মতান্ত্রিকভাবে পদ আকড়ে ধরে আছে। তারা রাজনৈতিক ও বংশীয় প্রভাব বিস্তার করে কৃষকদের চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করে না। দুর্নীতি করে প্রকল্পটি অচল করে ফেলেছে।

এ বিষয়ে সেচ প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।

তবে কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে আমাদের কিছু অবহিত করেনি। এ কারনে নির্বাচন হয়নি।

নাটোর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বলেন, এ বিষয়ে স্থানীয় কৃষকরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X