খুলনা ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ : শিবির সেক্রেটারি

কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে ‍দিচ্ছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দামসহ অতিথিরা। ছবি : কালবেলা
কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে ‍দিচ্ছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দামসহ অতিথিরা। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমাদের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ হয়েছে। আমরা মনস্তাত্ত্বিক দাসে পরিণত হয়েছি। জ্ঞান ও গবেষণায় বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে।

বুধবার (২০ আগস্ট) খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ছাত্রশিবির খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলার প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখার আমির অধ্যাপক মাহফুজুর রহমান।

দেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, এ দেশের বিশ্ববিদ্যালয়ের ক্লাসে শিক্ষার্থী না থাকলেও লাইব্রেরিতে বিসিএসের পড়ার জন্য শিক্ষার্থীর অভাব হয় না। অথচ বিশ্ববিদ্যালয় শুধু বিসিএস ক্যাডার বানানোর জায়গা না, গবেষণা ও জ্ঞান তৈরির জায়গা।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময়ে যেসব দেশ স্বাধীন হয়েছিল, সেসব দেশ এখন একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা অনেক দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে গিয়েছে। স্বাধীনতার সময় চীনের হংকংয়ের অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতির অবস্থা এক ছিল, কিন্তু এখন তাদের অর্থনীতি, শিক্ষাব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত। আমাদের পিছিয়ে থাকার অন্যতম কারণ দুর্নীতি।

ছাত্রশিবিরের সেক্রেটারি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আদু ভাই হওয়ার কোনো সুযোগ নেই। প্রথম বর্ষ থেকেই খুব ভালো করে পড়াশোনা করতে হবে। ফার্স্ট ইয়ারকে রেস্ট ইয়ার মনে করা যাবে না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় অনেক স্টুডেন্ট পড়াশোনা করে না। যে কারণে ১০ বছরেও তাদের অনার্স শেষ হয় না। প্ল্যান অনুযায়ী নিয়মিত পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে। জ্ঞান অর্জন করে দক্ষ হয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, জামায়াতের খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামিক ফোরাম অব হংকংয়ের সভাপতি ড. আজিজুর রহমান আজাদ, জামায়াতের খুলনা মহানগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, খুলনা মহানগর শিবিরের সাবেক সভাপতি মীম মিরাজ হোসাইন ও মুশাররফ আনসারী।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ইসরাফিল হোসেন, আসিফ বিল্লাহ, এসএম বেলাল হোসেন, আহমেদ সালেহীন, কামরুল হাসান, আব্দুর রশিদ, ইমরানুল হক ও সেলিম হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, সবার অবস্থা আশঙ্কাজনক

লটারিতে হারা প্রার্থী জিতলেন আদালতে

লন্ডনে মোবাইল ফোন চুরির ঘটনায় আটক ৪৬

আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

বাবার দায়ের কোপে প্রাণ গেল ৫ বছরের শিশুর 

শহীদ আবরারের নামে ফেনী নদীর নামকরণের দাবি

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান

আবুল খায়ের গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ

২০২৬ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

১০

শীর্ষে পাকিস্তান ও দুইয়ে বাংলাদেশ, কোথায় অবস্থান ভারতের

১১

এক-এগারোর সরকার তো একটি উদ্দেশ্যপ্রণোদিত সরকার ছিল : তারেক রহমান

১২

ইরান-সমর্থিতদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত

১৩

এবার আহানের বিপরীতে শর্বরী

১৪

ক্যানসারে আক্রান্ত সাবেক ব্রাজিল তারকা

১৫

বিকেলে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

১৬

নতুন ২ টিভির লাইসেন্স পেলেন যারা

১৭

দল হিসেবে আ.লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

১৮

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে যা বললেন তারেক রহমান

১৯

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

২০
X