সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলার এজাহারভুক্ত আসামি।
বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়ার পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
গ্রেপ্তার জুয়েল শিকদার (৩৩) আশুলিয়ার বাড়ইপাড়া পূর্বপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এর আগে স্থানীয়ভাবে যুবলীগের পদপ্রার্থী হিসেবেও সক্রিয় ছিলেন তিনি। দীর্ঘদিন গোপনে থাকার পর বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তারকৃত জুয়েল শিকদার ছাত্র-জনতা হতাহতের মামলার এজাহারভুক্ত আসামি। আজই তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন