চট্টগ্রামের ফটিকছড়িতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে একটি মেছোবাঘ। পরে খবর পেয়ে মেছোবাঘটি আটক করে স্থানীয়রা৷
শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে উপজেলার নানুপুর ইউনিয়নের রহমত বাড়ি থেকে মেছোবাঘটি উদ্ধার করা হয়।
স্থানীয় মাসুম পারভেজ কালবেলাকে বলেন, ফটিকছড়ি উপজেলাটি পাহাড়-টিলাবেষ্টিত হওয়ায় জীব-বৈচিত্র্য, পশু-পাখি খাদ্য আহরণে লোকালয়ে ঢুকে পড়ে। মেছোবাঘটি দীর্ঘদিন ধরে রহমত বাড়িতে হাঁস-মুরগি খেতে আসত। গ্রামবাসী ফাঁদ পেতে মেছোবাঘটি ধরে ফেলে। নানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম কালবেলাকে বলেন, স্থানীয় গ্রামবাসী মেছোবাঘ ধরার খবর পেয়ে উদ্ধার করে আমার হেফাজতে রাখা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী কালবেলাকে বলেন, নানুপুর পরিষদের হেফাজতে মেছোবাঘ রাখা হয়েছে। মেছোবাঘটি চিকিৎসা ও পরবর্তী পুনর্বাসনের জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন