শেরপুরে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার গাজিরখামার চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলো- ওই এলাকার মাসেক আলীর মেয়ে ফাহিমা আক্তার নুন (৯) এবং একই এলাকার জয়নুদ্দিনের মেয়ে জেমি (৮)।
মৃতের স্বজনরা জানান, সকালে নুন ও জেমি বাড়ির পাশে বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেনি। এদিকে, দীর্ঘ সময় ধরে বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বিলের মাঝখান থেকে এলাকাবাসীর সহযোগিতায় তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন