চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে প্রথমবারের মতো পিএমআই বাংলাদেশের আয়োজন

প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টারের সিম্পোজিয়ামে অতিথিরা। ছবি : কালবেলা
প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টারের সিম্পোজিয়ামে অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টারের সিম্পোজিয়াম। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রেডিসন ব্লু বে ভিউ হোটেলে দিনব্যাপী এ আয়োজনে দেশের দেড় শতাধিক পেশাজীবী, শিক্ষার্থী ও করপোরেট কর্মকর্তা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও প্রেক্ষাপট উপস্থাপনের পর স্বাগত বক্তব্য দেন পিএমআই বাংলাদেশের প্রেসিডেন্ট এটিএম ইকবাল চৌধুরী।

তিনি কালবেলাকে বলেন, ঢাকার বাইরে থাকা পেশাজীবীদের জন্য চট্টগ্রামে এ প্রথম আয়োজন করা হলো। আজকের সেশনের মাধ্যমে নির্মাণ ও আইটি খাতের পেশাজীবীদের দক্ষতা বাড়ানো, তরুণদের প্রক্রিয়ায় যুক্ত করা এবং শিক্ষার্থী ও করপোরেট কর্মকর্তাদের প্রশিক্ষণ নিশ্চিত করাই মূল লক্ষ্য।

এটিএম ইকবাল চৌধুরী আরও বলেন, সম্প্রতি প্রতিষ্ঠানটি ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে। এর মাধ্যমে স্থপতিদের নকশা পরিকল্পনা, অংশীদার ব্যবস্থাপনা এবং বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ অংশীদারিত্ব ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নূরুল করিম। জানতে চাইলে তিনি চট্টগ্রামে চলমান প্রকল্পগুলোর চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরে কালবেলাকে বলেন, প্রকল্প ব্যবস্থাপনা শুধু পরিকল্পনা নয় এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল ভিত্তি। চট্টগ্রামে দক্ষতা ও পরিকল্পনার সঙ্গে প্রকল্প বাস্তবায়ন হলে স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত হবে।

কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন এ জেড কনসালটিং এর ম্যানেজমেন্ট ও এক্সিকিউটিভ কনসালট্যান্ট আহমেদ জিবরান। তিনি ‘নেতৃত্বে প্রজেক্ট ম্যানেজমেন্ট; ভবিষ্যতের জন্য প্রস্তুতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তাদের মধ্যে ছিলেন টেক নভেল্টি লিমিটেডের সিটিও আরিফুর রহমান। তিনি কালবেলাকে বলেন, বাংলাদেশে প্রকল্প ব্যবস্থাপনা কার্যক্রম দুই দশক পুরোনো হলেও প্রতিষ্ঠানগুলো এখনও প্রক্রিয়ার যথাযথ ব্যবহার করছে না। একেকজন কর্মী একেকভাবে কাজ করলে ফলাফল ভিন্ন হয়। প্রশিক্ষণ ও শেখার সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

র‌্যানকন হোল্ডিংস লিমিটেডের ডিভিশন ডিরেক্টর মাশিদ রহমান তার বক্তব্যে জটিল প্রকল্পে স্টেকহোল্ডার ব্যবস্থাপনার অভিজ্ঞতা শেয়ার করে কালবেলাকে বলেন, আগামী ২৫-৩০ বছরে দেশে অসংখ্য প্রকল্প হবে। এজন্য দরকার শক্তিশালী নেতৃত্ব ও পেশাদারিত্ব। সরকারি প্রকল্পে সময়ক্ষেপণ কমানো গেলে দেশের অর্থনীতিতে বিরাট সুফল আসবে।

এছাড়া প্যানাসিয়া কনসালটিং গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড. আজিম মোহাম্মদ ‘ভবিষ্যত-প্রস্তুত প্রকল্প; লীন, অ্যাজাইল ও আরএসিআই এর বাস্তব প্রয়োগ’ বিষয়ে বক্তব্য দেন। ওয়েব ফন্টেইন বাংলাদেশের পিএমও দীপেশ বানিক প্রজেক্ট ম্যানেজারদের জন্য ‘জেনারেটিভ এআই ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা। এতে অংশ নেন বিএসআরএম এর জিএম ও হেড অব স্ট্র্যাটেজিক প্রজেক্টস সঞ্জয় মুকুন্দভাই ঠাক্কার, র‍্যানকন এফসির সিইও তানভির শাহরিয়ার রিমন ও পিটুপি ও উইকন প্রপার্টিস লিমিটেডের ডিরেক্টর মাহাদি ইফতেখার।

প্যানেলের বিষয় ছিল ‘নির্মাণ শিল্পে মূল্যভিত্তিক প্রজেক্ট ম্যানেজমেন্ট’। আলোচনার সঞ্চালনা করেন পিএমআই বাংলাদেশের ডিরেক্টর কে এম রিফাউল এহসান। আলোচকরা বলেন, প্রযুক্তি গ্রহণ, নেতৃত্বের মানসিকতা পরিবর্তন এবং নীতি সহায়তার সমন্বয় ছাড়া প্রকল্প ব্যবস্থাপনায় সফলতা আসবে না।

দিনব্যাপী সেশনের শেষপর্বে স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি দেওয়া হয়। এরপর পরবর্তী কর্মসূচির ঘোষণা ও ধন্যবাদ জ্ঞাপন করেন পিএমআই বাংলাদেশের ডিরেক্টর (প্রোগ্রাম ও স্পনসরশিপ) এ বি এম তাজ-উল ইসলাম।

ফটোসেশন ও নেটওয়ার্কিং ডিনারের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন। অংশগ্রহণকারীরা মনে করেন, এ সিম্পোজিয়াম প্রকল্প ব্যবস্থাপনায় উদ্ভাবন, নেতৃত্ব এবং সম্প্রদায়ের শক্তি প্রদর্শনের এক অনন্য মঞ্চ হয়ে উঠেছে, যা দেশের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৩১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিলেন ৩ যুবক, অতঃপর...

নামাজ শেষে বসে থাকা গৃহবধূকে কুপিয়ে হত্যা

রাকসু নির্বাচনে সাইবার বুলিং রোধে ৫ সদস্যের কমিটি

১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে : যুবদল নেতা আমিন

আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

বাংলাদেশ পুনর্নির্মাণে ৩১ দফার বিকল্প নেই : লায়ন ফারুক 

১০

চবির নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

১১

অবশেষে জয়ের দেখা পেল ম্যানইউ

১২

আ.লীগের নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

১৩

আসিফের ঝোড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

১৪

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, আহত ১৫

১৫

বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

১৬

ডাচদের বিপক্ষে জয়ে যে রেকর্ড গড়ল লিটনরা

১৭

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন কমিটি নিয়ে নানা অভিযোগ

১৯

জয়ের কৃতিত্ব কাদের দিলেন লিটন?

২০
X