নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০১:৩২ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

বাবা-মেয়ের ভালোবাসার এমন এক আবেগঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল। ছবি : ভিডিও থেকে
বাবা-মেয়ের ভালোবাসার এমন এক আবেগঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল। ছবি : ভিডিও থেকে

ব্যবসা শেষে বাড়ির দরজায় কড়া নাড়ছিলেন বাবা। শব্দ পেয়ে খুলে দিলেন মেয়ে। বাড়িতে হঠাৎ মেয়েকে দেখে কিছু সময়ের জন্য হতভম্ব বাবা হয়ে গেলেন আবেগাপ্লুত। এরপর তৈরি হলো বাবা-মেয়ের এক আবেগঘন মুহূর্তের পরিবেশ।

সম্প্রতি নওগাঁয় ঘটে যাওয়া বাবা-মেয়ের ভালোবাসার এমন এক আবেগঘন মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। দীর্ঘদিন পর বাড়িতে এভাবে মেয়েকে সামনে দেখে বাবা আবেগ ধরে রাখতে না পেরে জড়িয়ে ধরলেন। আর এই দৃশ্য হৃদয় ছুঁয়ে গেছে হাজারো মানুষের।

জানা যায়, নওগাঁ শহরের দয়ালের মোড়ে বসবাস নূর মোহাম্মাদ নান্টু নামের এক ব্যবসায়ীর। মেয়ে লামিয়া জান্নাতকে বিয়ে দিয়েছেন চলতি বছর ফেব্রুয়ারি মাসে। বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন লামিয়া জান্নাত। বাবার বাড়িতে অনেক দিন আসা হয়নি তার। হঠাৎ করেই কোনো পূর্বাভাস ছাড়াই বাবার কাছে চলে আসেন মেয়ে। দরজার কড়া নাড়ার পরপরই ঘরের দরজা খুলে লামিয়াকে সামনে দেখতে পান বাবা নূর মোহাম্মাদ নান্টু। মুহূর্তেই আবেগাপ্লুত হয়ে ওঠেন তিনি। এক নিমেষেই মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালে কপাল লাগিয়ে স্নেহ আর আদরে ভরিয়ে দেন।

এই আবেগঘন মুহূর্ত মোবাইল ক্যামেরায় ধারণ করেন লামিয়ার ছোট বোন মালিহা জান্নাত। তারপর লামিয়া নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ আবেগঘন প্রতিক্রিয়া জানাতে থাকেন। কেউ লিখেছেন, ‘বাবা-মেয়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক।’ আবার কেউ কেউ নিজের বাবার সঙ্গে কাটানো স্মৃতির কথা মনে করে আবেগ প্রকাশ করেছেন।

স্থানীয় শহিদুল ইসলাম, রাহাতসহ বেশ কয়েকজন বাসিন্দা বলেন, এমন দৃশ্য যে কাউকেই নাড়া দেয়। একজন অভিভাবক সন্তানের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা পোষণ করেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বাবারা বুঝি এমনই হয়।

লামিয়ার বাবা নূর মোহাম্মাদ নান্টু বলেন, ‘চার দিন আগে অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট প্রকাশিত হয়। লামিয়া ফার্স্ট ক্লাসে পাস করেছে ফোন করে খবরটা আমাকে জানায়। অভিনন্দন জানিয়ে ভালো রেজাল্ট করার জন্য মেয়েকে কিছু উপহার দিতে চাই। কিন্তু মা তুমি তো কাছে নেই। তোমাকে দেখতেও মন চাইছে খুব। এই বলে ফোনে কথা বলা শেষ হয়। কিন্তু তার পরদিন রাতে বাসায় গিয়ে দরজা নক করে ভেতরে গিয়ে দেখি আমার মেয়ে লামিয়া দাঁড়িয়ে আছে। তখন কি যে প্রশান্তি অনুভব করলাম বলে বোঝাতে পারবে না। আর ছোট মেয়ের ধারণ করা সে দৃশ্যটি এখন ফেসবুকে অনেকে দেখেছে। অনেকে ফোন করছে। এমনকি আমার কাছে এসেও শুভেচ্ছা জানাচ্ছেন।’

নান্টু বলেন, আমার ছেলে নেই, ‘তিনটি মেয়ে। আমার কাছে তিন মেয়েই পৃথিবী। মেয়ের প্রতি বাবার ভালোবাসা পৃথিবীর অন্য সব সম্পর্কের চেয়ে ভিন্ন। ভিডিওটি মানুষ এত সুন্দরভাবে নেবে ভাবতেই পারিনি। আসলে পৃথিবীর প্রতিটি বাবা চান, তাদের মেয়ে ভালো থাকুক, সুখে থাকুক।’

অন্যদিকে লামিয়া জান্নাত জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার বিয়ে হয়। এর পর থেকে ঢাকায় স্বামীর সঙ্গে বসবাস করছেন। কিন্তু বাবার প্রতি ভালোবাসা ও আদর স্নেহের টানেই না জানিয়ে হঠাৎ নওগাঁয় চলে আসি। ‘বাবা ফোন দিয়েছিলেন। বাবাকে দেখার আমার খুব ইচ্ছা হচ্ছিল। তাই চমক দিতে বাড়িতে হঠাৎ চলে আসি। বাবা আমাদের কাছে শুধু বাবা নন, তিনি একজন বন্ধুও।’

নূর মোহাম্মাদ নান্টু পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী। নওগাঁ শহরের সোনাপট্টিতে তার ‘খাজা জুয়েলার্স’ নামে একটি জুয়েলারি দোকান রয়েছে। ব্যবসার ব্যস্ততা আর জীবনের নানা টানাপোড়েনের কারণে অনেক সময় সন্তানরা বাবা-মায়ের সঙ্গে থাকতে পারেন না। তবুও এই ভাইরাল হওয়া ভিডিও আবারও স্মরণ করিয়ে দিল—সময়ের ব্যবধান যতই হোক না কেন, সন্তানের প্রতি বাবার ভালোবাসা কখনোই কমে না; বরং সময়ের সঙ্গে তা হয়ে ওঠে আরও গভীর ও শক্তিশালী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খতমে নবুওয়তের মহাসম্মেলন ঘিরে কিশোরগঞ্জে গণসমাবেশ অনুষ্ঠিত

ফেসবুকে নীরবে যুক্ত হলো দারুণ এক ফিচার, নতুন যে সুবিধা পাবেন

ব্যাটিং ব্যর্থতায় ক্যারিবীয়দের কাছে বাংলাদেশের সিরিজ হার

মেট্রোরেল মতিঝিল-কমলাপুর / সরকারের দাবি ১৮৫ কোটি সাশ্রয়, অথচ ব্যয় বেড়েছে ১৯১ কোটি টাকা

ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

জাতির স্বার্থে সব আত্মত্যাগে আমরা প্রস্তুত : জুয়েল

টানা কমার পর একলাফে আবার বাড়ল স্বর্ণের দাম

সাইবার সিকিউরিটি মাস উদযাপন করল ক্যারিয়ার প্রো বিডি

নির্বাচনে ডিসি-এসপিদের পদায়ন নিয়ে সিদ্ধান্ত

ট্যারিফ পুনর্নির্ধারণে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবে বন্দর

১০

ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ : এ্যানি

১১

দুদক সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দিয়ে খসড়া অনুমোদন, টিআইবির উদ্বেগ

১২

সংস্কার কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার

১৩

ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮

১৪

আস্ত এটিএম মেশিন তুলে নিয়ে গেল চোরদল

১৫

ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী

১৬

ফ্রিজে রাখা ভাত কি স্বাস্থ্যকর? যা বলছেন  বিশেষজ্ঞরা

১৭

প্রাথমিকের উপবৃত্তির টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত

১৮

ফ্ল্যাটে ঝুলছিল শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ

১৯

পুষ্টিগুণ সমৃদ্ধ চাল উৎপাদনের মানদণ্ড পূরণে দেওয়া হলো প্রশিক্ষণ

২০
X