ফেনীর সামাজিক বন বিভাগের জমি জবরদখল এবং মাটি কেটে মাছ চাষের অভিযোগের তিন মামলায় পাঁচজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বন আদালত) মুহাম্মদ আশেকুর রহমান।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন বাতিল করে তাদের জেলহাজতে পাঠান।
সামাজিক বন বিভাগ সূত্র জানায়, বিলোনিয়া বিটের মহেশ পুস্করনী মৌজার সরকারি সংরক্ষিত বনে মাটি কেটে পুকুর তৈরি করে মাছ চাষ করায় পরশুরাম উপজেলা রেঞ্জ কর্মকর্তা আবু নাসের জিয়াউর রহমান মামলা করেন। এতে আসামি মো. আলমগীর হোসেন ও আফজল হোসেন নামের দুই ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়।
অপরদিকে সোনাগাজী উপজেলার চর আব্দুল্লাহ বিটে জবর দখল করে জমির আকৃতি পরিবর্তন এবং মাছ চাষ করায় বিট কর্মকর্তা মামুন মিয়ার করা মামলায় রাসেল আমিন ও দেলোয়ার হোসেনকে জেলহাজতে পাঠানো হয়।
এ ছাড়া সোনাগাজীর বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার এলাকায় সামাজিক বনায়নের গাছ কেটে মাটি ভরাট করায় মাহবুবুল হক মাবু নামের একজনকে গ্রেপ্তার দেখানোর পর জেলহাজতে পাঠানো হয়।
ফেনী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন