জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

ডাকসুর এজিএস মহিউদ্দীন এখন জয়পুরহাটের আলোচিত মুখ

ডাকসুর নবনির্বাচিত এজিএস মহিউদ্দিন খান। ছবি : সংগৃহীত
ডাকসুর নবনির্বাচিত এজিএস মহিউদ্দিন খান। ছবি : সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বম্বু খানপাড়া গ্রাম। মফস্বলের ছোট্ট এ গ্রামেই গ্রামীণ শিক্ষার আলোয় বড় হয়েছেন মহিউদ্দীন খান। বম্বু খানপাড়া গ্রামের এ মেধাবী তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়ে লিখেছেন ইতিহাস।

তার জয়ে উচ্ছ্বসিত তার শেকড়ের বিদ্যাপীঠের শিক্ষক, সহপাঠী, গ্রামবাসী ও পুরো জেলাবাসী। মহিউদ্দীন খান ডাকসুর এজিএস নির্বাচিত হওয়ায় তার নাম এখন জয়পুরহাটের মানুষের মুখে মুখে। পুরো জেলার আলোচিত মুখ তিনি।

মহিউদ্দীন খান জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বম্বু খানপাড়া গ্রামের আব্দুল মাবুদ এবং মাসুদা খানম দম্পতির সন্তান। দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট তিনি। বড় ভাই ফজলে রাব্বী খান একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত। বোন নাঈমা খানম গৃহিণী। বাবা আব্দুল মাবুদ খান শিক্ষক (অবসরপ্রাপ্ত)।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মহিউদ্দীন খান। গ্রাম থেকেই শুরু হয় তার শিক্ষাজীবন। জয়পুরহাট হানাইল নোমানিয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে ২০১৬ সালে দাখিল এবং ২০১৮ সালে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাশ করেন। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগে ভর্তি হন তিনি। সিজিপিএ-৪ ৩.৯৩ স্নাতক এবং মাস্টার্সে ৩.৯৬ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

মহিউদ্দীনের চাচাতো ভাই ও সদর উপজেলার মহুরুল দাখিল মাদ্রাসার সুপার মো. মাহবুবুর রহমান খান শাহিন বলেন, মহিউদ্দীন ছোট থেকেই মেধাবী ছাত্র এবং শান্ত-স্বভাবের ছেলে হিসেবে এলাকায় পরিচিত। সে ডাকসু নির্বাচনে এজিএস পদে নির্বাচিত হওয়ায় তার নাম এখন জয়পুরহাটের মানুষের মুখে মুখে।

বম্বু ইউনিয়নের হানাইল গ্রামের ফিরোজ হোসেন বলেন, ডাকসু নির্বাচনে মহিউদ্দীন খান এজিএস নির্বাচিত হওয়ার খবর মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানতে পারি। ডাকসুর নির্বাচনে তিনি এজিএস নির্বাচিত হওয়ায় এলাকায় তার নাম এখন মানুষের ঘরে ঘরে।

হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল হাকিম বলেন, মুহা. মহিউদ্দীন খান আমাদের মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হয়েছে। হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন কোনো শিক্ষার্থী এ প্রথম ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এজিএস পদে বিজয়ের মুকুট অর্জন করেছেন। এটি জয়পুরহাট জেলাতেও প্রথম। তার এমন কৃতিত্বে আমরা শিক্ষাকরা গর্বিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন

শুরু হলো নিশোর ‘দম’-এর শুটিং

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীলঙ্কা-বাংলাদেশের পর এবার নেপাল, দুশ্চিন্তায় ভারত

বন্ধুর পার্টিতে গিয়ে ছাত্রলীগ সন্দেহে আটক ৩৯ কিশোর

গুলশান থানার সাবেক ওসি গ্রেপ্তার

নেপাল থেকে বাংলাদেশ দল বিকেল ৩টায় দেশে পৌঁছতে পারে : আইএসপিআর

জাকসু নির্বাচনে বৃষ্টির বাগড়া

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই চ্যালেঞ্জ: সালাহউদ্দিন

ঘুষ-তদবির ছাড়া পুলিশে চাকরি

১০

ইতিহাস, পরিসংখ্যান—সবই যেন আজ বাংলাদেশের ‘প্রতিপক্ষ’

১১

কাতারে ইসরায়েলি হামলায় এবার প্রতিক্রিয়া জানাল ভারত 

১২

ডাকসু নির্বাচনে জয়ী হওয়ায় ছাত্রশিবিরকে মালয়েশিয়া যুব সংগঠনের অভিনন্দন

১৩

হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে : চসিক মেয়র

১৪

আইফোনে কবে আসছে আইওএস ২৬-এর চূড়ান্ত সংস্করণ

১৫

গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

১৬

জাকসু নির্বাচনে এক হলের ভোটগ্রহণ বন্ধ

১৭

আঙুলে কালি না দেওয়ার অভিযোগ বাগছাসের জিএস পদপ্রার্থীর

১৮

এশিয়া কাপের প্রথম ম্যাচে যে একাদশ নামাতে পারে বাংলাদেশ

১৯

বাংলাদেশ-পা‌কিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত : শেহবাজ শরিফ

২০
X