চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার অস্ত্র মামলায় মো. ইফতেখার আলম রাহাত (২৭) নামে এক যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন।
সাজাপ্রাপ্ত মো. ইফতেখার আলম রাহাত ফেনীর সদর থানার ফরহাদনগর এলাকার মো. নিজাম উদ্দীনের ছেলে। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি পাহাড়তলী থানার উত্তর সরাইপাড়া বঙ্গবন্ধু গলি মুজিব কোম্পানির রিকশার গ্যারেজের পিছনের খালি জায়গা থেকে মো. ইফতেখার আলম রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
জানা গেছে, তৎকালীন পাহাড়তলী থানার উপ-পরিদর্শক সৈয়দ মাইউদ্দিন আহমেদ ফয়সাল বাদী হয়ে থানায় মামলা করেন। একই বছরের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই মোহাম্মদ ছায়েম। ৪ জুলাই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
মন্তব্য করুন