নরসিংদীর রায়পুরা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আংশিক নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৭ সদস্যের এ কমিটিতে মো. হান্নান মোল্লাকে আহ্বায়ক এবং মঈনুল ইসলাম সরকারকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স এই কমিটির অনুমোদন দেন। জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) নজরুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন সাইফুউদ্দিন ভূঁইয়া মাসুম। যুগ্ম আহ্বায়ক হয়েছেন— আবদুছ ছাত্তার সাবদী মোল্লা, রাশেদুল হক, ইঞ্জি. তাসির আল-আশরাফ, এনামুল হক ভূইয়া, মো. ফায়েজ মিয়া, মো. আক্তারুজ্জামান ভূইয়া, মো. সোহাগ মিয়া, নাজমুল হাসান, আসাদ সরকার, আব্দুর রউফ সরকার, জাকির হোসেন কাকন, এরশাদুল হক পরশ, সুখন মিয়া, নূর মোহাম্মদ, মো. জুয়েল রানা, আবুল কালাম সরকার, মো. ইমরান মিয়া, অলিউর রহমান, শফিকুল ইসলাম, আমজাদ হোসেন ও মো. আরিফুজ্জামান।
এছাড়া, নতুন কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন— কাঞ্চন মিয়া, জামান মিয়া, নাসির মিয়া, কাউসার মিয়া, জহিরুল ইসলাম সেলিম, মো. সাইদুর, আমির হোসেন, হাবিবুর রহমান মৌলভী, মো. শহিদুল্লাহ, মাসুম মিয়া, স্বাধীন মিয়া, খোরশেদ আলম, কবির হোসেন, ইকবাল হোসেন, মো. আক্তারোজ্জামান, মাসুদ রানা বাবু ও রিপন ডাক্তার।
নতুন এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সকল সাংগঠনিক ইউনিট গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
মন্তব্য করুন