নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

এক হাজার টাকার জন্য বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, অতঃপর...

আটককৃত ভাড়াটে খুনি শফিক মিয়া (লাল চিহ্নিত)। ছবি : কালবেলা
আটককৃত ভাড়াটে খুনি শফিক মিয়া (লাল চিহ্নিত)। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরায় মাত্র এক হাজার টাকার বিনিময়ে বিএনপির এক কর্মীকে হত্যার অভিযোগে নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে।

এর আগে, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মরজাল এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত শফিক মিয়া (২৭) পার্শ্ববর্তী বেলাব উপজেলার উজিলাব গ্রামের হযরত আলীর ছেলে। সে মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে আটককৃত শফিক জানায়, মরজাল এলাকার কৃষক মো. মিস্টার মিয়াকে হত্যার জন্য স্থানীয় যুবক অপু মিয়া তাকে এক হাজার টাকায় ভাড়া করেন। এ ঘটনায় অপুর সঙ্গে আরও তিন সহযোগী জড়িত ছিলেন। তারা হলেন—মরজালের সুমন মিয়া এবং বেলাব উপজেলার উজিলাব এলাকার রাসেল ও তোফাজ্জল।

তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী তাকে বলা হয়েছিল রাতে কৃষক মিস্টারের দরজায় টোকা দিতে। মিস্টার বের হলেই তাকে গুলি করে হত্যা করার কথা ছিল। তাদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল। কিন্তু সে ধরা পড়ায় পরিকল্পনা ভেস্তে যায় এবং বাকিরা পালিয়ে যায়।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, মরজাল এলাকার বাবুল মিয়ার ছেলে কৃষক মিস্টারের সঙ্গে একই এলাকার হাবিবুর রহমানের ছেলে অপুর দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে কিছুদিন আগে অপু ও তার সহযোগীরা মিস্টারকে পিটিয়ে আহত করে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে সহযোগীদের নিয়ে মিস্টারকে হত্যার পরিকল্পনা করেন অপু। এ পরিকল্পনা অনুযায়ী শফিক ঘটনার দিন রাতে মিস্টারের ঘরের দরজায় টোকা দেয়। এত রাতে দরজায় টোকার শব্দে পরিবারের লোকজন সচেতন হয়ে দরজা খুলে। এসময় একের অধিক লোক দেখে তারা পালানোর চেষ্টাকালে শফিককে এলাকাবাসী ধরে ফেলে।

ভুক্তভোগী কৃষক মিস্টার মিয়া বলেন, ‘অপুর লোকজন আমাকে হত্যার পরিকল্পনা করেছিল। একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করেছি।’

বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘মিস্টার আমাদের দলের কর্মী। তাকে হত্যার জন্য মাত্র এক হাজার টাকায় খুনি ভাড়া করা হয়েছিল। অপু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য ছিল। এলাকায় কাউকে সন্ত্রাসী রাজত্ব করতে দেওয়া হবে না। আমরা জড়িত সবার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝকঝকে দাঁত পেতে কতটুকু মাজন প্রয়োজন? যা বলছেন চিকিৎসকরা

কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

১৭ বছর পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যে কথা হলো চসিক মেয়রের

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন কালবেলার শেখ হারুন

তিন ম্যাচে ২৬ গোল হজম করে বাংলাদেশের লজ্জার সমাপ্তি

অর্থ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

অবশেষে শাকসু নির্বাচনের তপশিল ঘোষণা

মার্কিন এফ-৩৫ পেতে সৌদির ওপর ইসরায়েল নিয়ে কঠিন শর্ত

১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের

জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা

১০

আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন হয়েছে : কাদের সিদ্দিকী

১১

‘আমি একনায়ক নই’—ড্রেসিং রুম বিতর্কে জ্যোতি দিলেন পরিষ্কার জবাব

১২

পরিবেশের নিয়ম মানা নিয়ে টম-জেরি খেলা হয় : রিজওয়ানা হাসান

১৩

ইউআইইউতে আউটকাম-বেসড এডুকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে নতুন প্ল্যাটফর্ম স্থাপনের উদ্যোগ

১৫

এমইউজে খুলনার নতুন সভাপতি রাশিদুল, সাধারণ সম্পাদক রানা

১৬

‎সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২০

১৭

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ স্থানীয় নিয়োগকর্তা গ্রেপ্তার

১৮

‘সংখ্যালঘু ঐক্যমোর্চার আত্মপ্রকাশ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

১৯

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা

২০
X