নোয়াখালী-৫ আসনের বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো হিন্দুকে ফ্যাসিস্ট আমলের মতো ভারত চলে যেতে হবে না।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা, রামপুর ও মুছাপুর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার মাধ্যমে সব সম্প্রদায় ও শ্রেণি-পেশার মানুষকে সমন্বয়ে ‘রংধনু সমাজ’ গঠনের কথা বলেছেন। আমরা মাঠপর্যায়ের কর্মীরা সেই সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ক্ষমতার সময় ভাই কাদের মির্জাসহ ভাগনেদের দিয়ে কোম্পানীগঞ্জে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এর মধ্যে অনেক হিন্দু পরিবারের ওপর হেলমেট বাহিনী দিয়ে নির্যাতন করেছে। ওই সন্ত্রাসী বাহিনীকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
ফখরুল ইসলাম বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে রেজিস্ট্রি অফিস, ভূমি অফিসসহ থানায় ঘুস বাণিজ্য বন্ধ করা হবে। কোম্পানীগঞ্জের ভয়াবহ নদীভাঙন রোধ, বেকার সমস্যা দূরীকরণ, সালিশ বাণিজ্য বন্ধকরণ ও মাদকমুক্ত সমাজ গঠনের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, সাবেক সদস্য একরামুল হক মিলন, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার, বর্তমান সভাপতি ও বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মতিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মহিনউদ্দিন ছোটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের ৩২টি মণ্ডপে নগদ টাকা, শাড়ি-লুঙ্গি বিতরণসহ হিন্দু সম্প্রদায়ের দাবি অনুযায়ী কবিরহাট উপজেলায় একটি মডেল মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন ফখরুল ইসলাম। তিনি এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
মন্তব্য করুন