পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি ঘরবাড়িতেও ভাঙচুর চালিয়েছেন উভয় গ্রামের লোকজন। সংঘর্ষে দুই গ্রামের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে ইউএনও এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৩ অক্টোবর) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা ও বন্যাগাড়ী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ১০ জনের বেশি আহত আটঘরিয়া ও পাবনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং ভর্তি হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় একটি ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে বেশ কিছুদিন ধরে আটলংকা ও বন্যাগাড়ী গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রামের প্রধানরা কয়েকবার সমাধানের চেষ্টা করলেও বিবাদ মেটেনি।
শুক্রবার দুপুরের দিকে নামফলক লাগানো নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষই লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে উভয়পক্ষের আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল, আটঘরিয়া ও চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।
এ বিষয়ে চাটমোহর থানার ওসি মনজুরুল আলম কালবেলাকে জানান, ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আটলংকা বাজার সংলগ্ন ঈদগাহ মাঠটিতে কয়েক যুগ ধরে দুই গ্রামের মানুষ নামায আদায় করে। গত বছর ৫ আগস্টের পর আটলংকা গ্রামের লোকজন মাঠটি নিজেদের দাবি করে এবং তাদের গ্রামের নামানুসারে নামকরণ করতে চাইলে দ্বন্দ্ব শুরু হয়।
মন্তব্য করুন