খুলনা ব্যুরো
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি অনুষ্ঠানে মুজিব শতবর্ষের লোগো সংবলিত লিফলেট বিতরণ

খুলনায় সরকারি অনুষ্ঠানে মুজিব শতবর্ষের লোগো সংবলিত লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
খুলনায় সরকারি অনুষ্ঠানে মুজিব শতবর্ষের লোগো সংবলিত লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

খুলনায় সরকারি অনুষ্ঠানে মুজিব শতবর্ষের লোগো সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) আয়োজিত অনুষ্ঠানে এ চিত্র দেখা যায়। কেডিএ কর্তৃপক্ষের এমন কাজে ফুঁসে উঠেছেন অনুষ্ঠানে আসা বহু মানুষ।

সোমবার (০৬ অক্টোবর) সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।

তবে কেডিএর পক্ষ থেকে বিষয়টি কেউ না জানার ভান ধরছেন, আবার কেউ চাইছেন ক্ষমা।

জানা গেছে, বিশ্ব বসতি দিবস উপলক্ষে কেডিএর পক্ষ থেকে খুলনায় র‍্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি। অনুষ্ঠানে আলোচনা সভা চলাকালীন একপর্যায়ে সব অতিথি ও আমন্ত্রিতদের হাতে তুলে দেওয়া হয় মুজিব শতবর্ষের লোগো সংবলিত লিফলেট। আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে লিফলেট ছাপানো হতো, শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পরেও দেখা গেল একই ধরন।

কেডিএর এমন কার্যক্রমে ক্ষিপ্ত হয়েছেন উপস্থিত অনেকেই। প্রতিবাদ করেছেন সভাস্থলেই। তারা বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এমন কাজ গণঅভ্যুত্থানের চেতনাকে চরমভাবে অসম্মান করেছে। যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গণহত্যাকারী শেখ পরিবার বাবার প্রতি জাতির কোনো শ্রদ্ধা নেই। এত কিছুর পরও যারা তার উপর শ্রদ্ধা দেখাচ্ছেন কেডিএর সেসব কর্মকর্তারা স্বৈরাচারের দোসর।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ফ‍্যাসিস্ট হাসিনা বিদায় নিলেও প্রশাসনে এখনো তাদের দোসররা নেতৃত্ব দিচ্ছে। কেডিএর মুজিবের লোগো সংবলিত লিফলেট বিতরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তদন্ত ছাড়া কর্তৃপক্ষ কী করে বলে এটা ভুল করে হয়েছে। ভুলে হলেও তো এর কোনো ক্ষমা নেই।

তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করে এ কাজের সঠিক বিচার না হলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। এর সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে। কেডিএর এ ধরনের কাজ সেই শহীদদের অপমানের সমান। তা কোন ছাত্র-জনতা মেনে নেবে না।

কেডিএ কর্তৃপক্ষের দেওয়া মুজিব শতবর্ষ লোগো সংবলিত লিফলেটে দেখা যায় সংস্থাটির পরিলল্পনা শাখার নাম। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদ। তিনি বলেন, লিফলেট কমিটিতে আমি ছিলাম না। তাই এর কোনো দায়ভার আমি নিতে পারব না।

এদিকে এমন অপ্রত্যাশিত কাজের জন্য ভুল স্বীকার করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন। তিনি বলেন, ভুলবশত এ লিফলেটগুলো চলে এসেছে। আমরা অনেক লিফলেট বিতরণ করেছি এর সাথে পুরোনো কিছু চলে গেছে। আমরা যখন এটা জানতে পেরেছি তখনই এগুলোকে বাতিল করেছি।

তিনি আরও বলেন, ভুলবসত করা কাজের তো কিছু করা যায় না। ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত করা কাজ তো আলাদা। তারপরও আমরা খুঁজে দেখছি। অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় : অপর্ণা রায়

কিপারের হেডে রিয়ালের পতন

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির অঙ্গীকার : রবিউল

বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

১০

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

১১

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

১২

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

১৩

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

১৪

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

১৫

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

১৬

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১৭

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১৮

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১৯

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

২০
X