লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

একযোগে গণঅধিকার পরিষদের ৩৬ নেতার পদত্যাগ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নাটোরের লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির ৩৬ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (০৫ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি পৃথক পদত্যাগপত্র ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে আলোচনার ঝড়।

ছড়িয়ে পড়া পদত্যাগপত্রগুলোতে দেখা যায়, জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. মেহেন্নিকা পারভীন, উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামারুজ্জামান, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল হেলাল, দুড়দুড়িয়া ইউনিয়নের সদস্য সচিব মো. ইমরান আলী, ৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. লোকমান হাকিম ও সদস্য সচিব মো. মুনসুর আলীর স্বাক্ষর পাওয়া গেছে।

তবে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির আরও ২৯ জনের নাম উল্লেখ থাকলেও তাদের স্বাক্ষর নেই।

এ বিষয়ে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসান রাজু বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে চারজন নেতার পদত্যাগপত্র দেখেছি, তবে সবাই পদত্যাগ করেছেন এটা ঠিক নয়। বিষয়টি সমাধানে চেষ্টা চলছে, আশা করি তারা দলে ফিরে আসবেন। তারা আমাদের সিনিয়র নেতা। তাদের নিয়েই পথ চলতে চাই।’

ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সাবেক সহসভাপতি ও নাটোর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মেহেদী হাসান সোহাগ বলেন, ‘চারজনের পদত্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।’

অন্যদিকে পদত্যাগকারী নেতা মো. আসাদুজ্জামান বলেন, ‘আমিসহ দলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৩৬ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছি। এ সিদ্ধান্ত প্রত্যাহার বা দলে ফেরার ব্যাপারে আর কোনো ইচ্ছা আমাদের নেই।’

নাটোর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ বুলবুল বলেন, ‘এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি। তাই বিষয়টি নিয়ে মন্তব্য করা যাচ্ছে না।’

উল্লেখ্য, গত ৩ অক্টোবর ৩৭ সদস্যবিশিষ্ট লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। মাত্র দুই দিন পর একযোগে পদত্যাগের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ 

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

জানাজার জন্য খুলে দেওয়া হলো দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

রাজধানীতে সার্বিক নিরাপত্তা জোরদার

নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে

আমরা হারিয়ে যাব একদিন; আরশ খানের আবেগঘন পোস্ট

চুয়াডাঙ্গায় তীব্র শীত

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

১১

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু

১২

টঙ্গীতে জুবায়েরপন্থিদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ

১৩

নতুন বছরে কলেজে কতদিন ছুটি জানিয়ে দিল শিক্ষা মন্ত্রণালয়

১৪

ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত

১৫

বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার প্রতিপক্ষ

১৬

নতুন বছর বরণে রণবীর-দীপিকা থেকে বিজয়-রাশমিকা—কে কোথায়?

১৭

খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসায়

১৮

বিপিএলের স্থগিত ম্যাচের সূচি আবারও পরিবর্তন

১৯

খালেদা জিয়ার জানাজা / চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতার ঢল

২০
X