ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বজ্রপাত প্রতিরোধে ২০০ তালের চারা রোপণ করল পুলিশ 

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে তালের চারা রোপণ করল হাইওয়ে পুলিশ। ছবি : কালবেলা
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে তালের চারা রোপণ করল হাইওয়ে পুলিশ। ছবি : কালবেলা

বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ২০০ তালের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের সাধুহাটি থেকে দশমাইল বাজার পর্যন্ত এ তাল গাছের চারাগুলো রোপণ করা হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, উদ্যোগটির মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং গাছের মাধ্যমে বায়ু দূষণ কমানো ও বজ্রপাত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। এ ছাড়া সড়ক পথে যানবাহনের চলাচলের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ তৈরি করা।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, গাছ রোপণের মাধ্যমে শুধু পরিবেশের উন্নতি হবে না, বরং এটা একটি সামাজিক উদ্যোগ হিসেবেও মানুষকে সচেতনতা বৃদ্ধি করবে।

হাইওয়ে পুলিশের সদস্যরা ওসি মৃত্যুঞ্জয়ের নেতৃত্বে এই উদ্যোগের অংশ হিসাবে তাল গাছের চারা রোপণ করেন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, তাল গাছের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলজ গাছও রোপণ করা হয়েছে, যাতে সামনের দিনগুলোতে স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা এর সুফল পেতে পারে।

ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ‘আমরা শুধু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নই, আমাদের দায়িত্ব রয়েছে পরিবেশ রক্ষাতেও। আমি আশা করি, এই উদ্যোগটি এলাকাবাসী এবং অন্যান্য সেবা সংস্থাগুলো ইতিবাচক হিসাবে গ্রহণ করে পরিবেশ রক্ষায় তারাও ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু পরিবেশ রক্ষার প্রচেষ্টা নয়, এটি ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের কর্মীদের জন্য একটি দৃষ্টান্ত হিসাবে রয়ে যাবে।’

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগে যে শুধু পরিবেশ উপকৃত হবে তা নয়, এই গাছগুলো ভবিষ্যতে আমাদের এলাকার সৌন্দর্যও বৃদ্ধি করবে। একই সঙ্গে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত রোধে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া গাছের প্রতি এই ভালোবাসা এবং দায়িত্ববোধ আমাদের পরিবেশ রক্ষায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১০

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১১

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১২

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৫

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৬

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৭

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৮

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

২০
X