মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বজ্রপাত প্রতিরোধে ২০০ তালের চারা রোপণ করল পুলিশ 

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে তালের চারা রোপণ করল হাইওয়ে পুলিশ। ছবি : কালবেলা
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে তালের চারা রোপণ করল হাইওয়ে পুলিশ। ছবি : কালবেলা

বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ২০০ তালের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের সাধুহাটি থেকে দশমাইল বাজার পর্যন্ত এ তাল গাছের চারাগুলো রোপণ করা হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, উদ্যোগটির মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং গাছের মাধ্যমে বায়ু দূষণ কমানো ও বজ্রপাত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। এ ছাড়া সড়ক পথে যানবাহনের চলাচলের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ তৈরি করা।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, গাছ রোপণের মাধ্যমে শুধু পরিবেশের উন্নতি হবে না, বরং এটা একটি সামাজিক উদ্যোগ হিসেবেও মানুষকে সচেতনতা বৃদ্ধি করবে।

হাইওয়ে পুলিশের সদস্যরা ওসি মৃত্যুঞ্জয়ের নেতৃত্বে এই উদ্যোগের অংশ হিসাবে তাল গাছের চারা রোপণ করেন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, তাল গাছের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলজ গাছও রোপণ করা হয়েছে, যাতে সামনের দিনগুলোতে স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা এর সুফল পেতে পারে।

ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ‘আমরা শুধু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নই, আমাদের দায়িত্ব রয়েছে পরিবেশ রক্ষাতেও। আমি আশা করি, এই উদ্যোগটি এলাকাবাসী এবং অন্যান্য সেবা সংস্থাগুলো ইতিবাচক হিসাবে গ্রহণ করে পরিবেশ রক্ষায় তারাও ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু পরিবেশ রক্ষার প্রচেষ্টা নয়, এটি ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের কর্মীদের জন্য একটি দৃষ্টান্ত হিসাবে রয়ে যাবে।’

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগে যে শুধু পরিবেশ উপকৃত হবে তা নয়, এই গাছগুলো ভবিষ্যতে আমাদের এলাকার সৌন্দর্যও বৃদ্ধি করবে। একই সঙ্গে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত রোধে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া গাছের প্রতি এই ভালোবাসা এবং দায়িত্ববোধ আমাদের পরিবেশ রক্ষায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী সংঘ ইতালির আত্মপ্রকাশ

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১০

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১১

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১২

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৩

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১৪

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১৫

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

১৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

১৭

সড়কে লাগানো ধান কেটে প্রতিবাদী পিঠা উৎসব

১৮

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

১৯

যা কিছু রেখে গেলেন ধর্মেন্দ্র

২০
X