অবৈধ পার্কিংয়ে যানজট সৃষ্টির অভিযোগে বাসচালককে জরিমানা করায় হাইওয়ে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসচালক ও হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটি।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনাটি ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম আব্দুর রব (৪৫)। তিনি পুলিশের কনস্টেবল ও মাওনা হাইওয়ে থানার রেকারচালক হিসেবে কর্মরত।
আটকরা হলেন— ইমাম পরিবহনের বাসচালক জাকির হোসেন সোহেল (৩৩), সহকারী মো. আরিফ মিয়া (৩৩) ও সোহাগ (২৫)।
জানা যায়, সকাল ৯টার দিকে ঢাকা লেনে অবৈধ পার্কিং করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানোর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি করে ইমাম পরিবহনের চালক। অভিযুক্ত বাসচালককে অবৈধ পার্কিংয়ের জন্য গাড়ি সাইড করতে সিগন্যাল দেয় পুলিশ। এরপর দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জরিমানা করেন।
জরিমানা করার পরপরই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে বাসচালক ও হেলপার। এ সময় মিথ্যা অপবাদ দিয়ে ঘুষ লেনদেনের অভিযোগে পুলিশ কনস্টেবলকে এলোপাতাড়ি মারধর করে রাস্তার পাশে নিয়ে যায়। এ সময় একাধিক মানুষ তাকে মারধর করে। পরবর্তীতে খবর পেয়ে সালনা এলাকা থেকে অভিযুক্ত বাসচালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আয়ুব আলী কালবেলাকে বলেন, আহত কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত বাসচালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন