রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফাকে ‘জনগণের মুক্তির সনদ’ হিসেবে আখ্যা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দৌলতপুর উপজেলার পিয়ারপুর, আদাবাড়িয়া ও প্রাগপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।
জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি ভবিষ্যতে বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা হিসেবে কাজ করবে। এই কর্মসূচির আলোকে বিএনপি দেশ পরিচালনা করবে।
দৌলতপুরের প্রতিটি গ্রাম, পাড়া এবং ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ আজ পরিবর্তন চায়। তারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও নারী নির্যাতনমুক্ত একটি শিক্ষিত, শান্তিপূর্ণ ও উন্নত দৌলতপুরের স্বপ্ন দেখছে।
শরীফ উদ্দিন জুয়েল অভিযোগ করে বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ দৌলতপুরকে সন্ত্রাস ও মাদকের আস্তানায় পরিণত করেছিল। সাধারণ মানুষের ওপর চালানো হয় দমন-পীড়ন। এখন মানুষ সেই দুঃশাসনের অবসান চায়।
ধানের শীষের মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে জুয়েল বলেন, বিএনপি এখনো কুষ্টিয়া-১ আসনে কাউকে মনোনয়ন দেয়নি। অথচ একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দাবি করছে, তারা শতভাগ মনোনয়ন পেয়ে গেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
তিনি আরও বলেন, দলের হাইকমান্ড এখন মাঠপর্যায়ের তথ্য যাচাই-বাছাই করছেন। যারা দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয়, ত্যাগী, সৎ ও জনপ্রিয়, তাদের মধ্য থেকেই মনোনয়ন দেওয়া হবে। কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজ নেতার স্থান বিএনপিতে নেই।
তারেক রহমানের বার্তা তুলে ধরে জুয়েল বলেন, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণ মুখ ফিরিয়ে নেয়। শুধু যোগ্য, সৎ ও জনবান্ধব নেতাকেই মনোনয়ন দেবে দল।
মন্তব্য করুন