ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্জ্বলন করেছেন তিস্তা তীরবর্তী বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার ১১টি পয়েন্টে একযোগে এই মশাল প্রজ্জ্বলন করা হয়।
লালমনিরহাটে তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চর পয়েন্টে মশাল প্রজ্জ্বলন কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় মশাল প্রজ্জ্বলন কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা কমিটির হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার সমন্বয়কারী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
তিস্তা তীরবর্তী বাসিন্দাদের পাশাপাশি বিএনপিসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ নদীর হাঁটু পানিতে নেমে মশাল হাতে প্রতিবাদ জানান। এ সময় তারা স্লোগান দেন, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’, ‘তিস্তা আমার মা, ভারতের হতে দেব না’, ‘জিয়ার মতো কোদাল ধরো, তিস্তা নদী খনন করো’।
এ কর্মসূচিতে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম মমিনুল হক, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ অংশ নেন।
মন্তব্য করুন