দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তিতে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার (এসজেএ) নেতারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কালবেলা কার্যালয়ে সম্পাদক সন্তোষ শর্মা ও প্রকাশক মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর হাতে ফুলের তোড়া তুলে দেন এসজেএ নেতারা।
কালবেলার সম্পাদক ও প্রকাশককে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হাবিবুর রহমান পলাশ, সাবেক সাধারণ সম্পাদক ও কালবেলার চিফ ক্রাইম রিপোর্টার আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন তপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর আহমেদ, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, সদস্য ওমর ফারুক প্রমুখ।
এসময় এসজেএ নেতারা কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং কর্মরত সাংবাদিকদের পেশাদারত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন