সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফারুক হাসান। তিনি বলেছেন, আমার এলাকার ৯০ ভাগ মানুষ কৃষক কিন্তু তারা সঠিকভাবে সার কীটনাশক পাচ্ছেন না।
শুক্রবার (১৭ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ফারুক হাসান বলেন, হাজার হাজার কৃষকের অভিযোগ, ডিলারশিপের মাধ্যমে সার দেওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে একটি দলের লোকজন সারের ডিলার লাইসেন্স নিয়ে সার চোরাকারবারিদের হাতে তুলে দেয়। কৃষক ভাইয়েরা সঠিকভাবে সার পায় না।
তিনি বলেন, এখন থেকে সঠিকভাবে সার না পেলে ডিসি অফিস ঘেরাও করবেন। সারের ডিলারশিপ লাইসেন্স বাতিল করতে হবে। এ পদ্ধতির মাধ্যমে সরকার একটি অসাধু চক্রকে লাভবান করছে, কৃষকদের পেটে ছুরি মারছে।
মন্তব্য করুন