বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে নাকাল গ্রাহকরা

নাটোর বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ। ছবি : কালবেলা
নাটোর বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ। ছবি : কালবেলা

নাটোরের বাগাতিপাড়ায় আগস্ট মাসে বিদ্যুৎ বিলে চরম অসঙ্গতি দেখা দিয়েছে। বিদ্যুৎ বিল দেখে চরম বিড়ম্বনায় পড়েছেন গ্রাহকরা।

জানা যায়, নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড়পুকুরিয়া গ্রামের আমজাদ হোসেনের জুলাই মাসে বিদ্যুতের মিটার রিডিং আসে ১১৫ ইউনিট। যার মোট বিল এসেছিল ৭০৮ টাকা। কিন্তু আগস্ট মাসে এক লাফে মিটার রিডিং ৫৭০ ইউনিট যার মোট বিল ৫ হাজার ৮৮৯ টাকা। হঠাৎ এমন অস্বাভাবিক বিল দেখে হতবাক তিনি। আমজাদ হোসেন বলেন, হঠাৎ এত বেশি বিলের বিষয়ে অফিসে বললে তারা বলেন বিদ্যুৎ খরচ বেশি হওয়ার কারণে বিল বেশি আসছে।

শুধু আমজাদ হোসেন নন, পল্লী বিদ্যুৎ-এর এমন অস্বাভাবিক বিলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার অনেক গ্রাহক। ব্যবহৃত ইউনিট না দেখেই অতিরিক্ত বিল করা, আবার বিল নিয়ে অভিযোগ করতে গেলে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের।

বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া গ্রামের আরেক গ্রাহক আবুল হোসেন। তার জুলাই মাসে ১১৫ ইউনিট রিডিং এসেছে যার মোট বিল ৭০৮ টাকা। কিন্তু আগস্ট মাসে এক লাফে মিটার রিডিং হয়ে যায় ৪৬০ ইউনিট, যার মোট বিল ৪ হাজার ৪ ৮৬ টাকা। নিয়মিত মিটার রিডিং না দেখেই বিল করার অভিযোগ করেন তিনি।

উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর এলাকার গ্রাহক ইসমাইল হোসেন। তার জুলাই মাসে বিদ্যুৎ বিল এসেছিল ২ হাজার ৯৪৭ টাকা। আগস্ট মাসে বিল এসেছে ৪ হাজার ১ শত ৬৮ টাকা। তিনি বলেন, বিদ্যুতের এরকম বিল এর আগে কখনো আসেনি। তার এলাকায় বেশিরভাগ বাড়িতেই বিল বেশি আসার কথা জানান তিনি।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ অধীন বাগাতিপাড়া উপজেলা সাব-জোনাল এর বিলিং সুপারভাইজার জিন্নাতারা বলেন, প্রায় দিনই দুএকজন করে অতিরিক্ত বিলের বিষয়ে মৌখিক অভিযোগ করতে আসছেন। কিন্তু পরবর্তীতে মিটার রিডিংয়ের সঙ্গে বিদ্যুৎ বিলের রিডিংয়ে অমিল পাওয়া যায়নি।

উপজেলা সাব-জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলায় দুইটি সাব-জোনাল অফিসের অধীনে পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৫৬ হাজারের বেশি । এর মধ্যে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন বাগাতিপাড়া সাব-জোনাল অফিসের গ্রাহক সংখ্যা প্রায় ৩১ হাজার। এই বিপুল সংখ্যক গ্রাহকদের বৈদ্যুতিক মিটার রিডিংয়ের দায়িত্বে মিটার রিডার আছেন মাত্র ১৪ জন। যারা সকলেই চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করেন। যা চাহিদার চেয়ে অনেক কম।

প্রতিদিনই নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বাগাতিপাড়া সাব-জোনাল অফিসে অস্বাভাবিক বিলের বিষয়ে অভিযোগ নিয়ে হাজির হচ্ছেন বিভিন্ন এলাকার গ্রাহকরা। এতে করে একদিকে বিতরণ বিভাগের কর্মকর্তারা যেমন বিপাকে পড়েছেন তেমনি ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহক।

বাগাতিপাড়া সাব-জোনাল অফিসের এজিএম মঞ্জুরুল ইসলাম বলেন, গ্রাহকরা বেশি বিদ্যুতের ব্যবহার করছেন বলেই বিল বেশি আসছে। তবে, কোনো গ্রাহক যদি মনে করেন মিটারে সমস্যা হয়েছে, আমাদের তা জানালে আমরা মিটার পরীক্ষা করে দেখব। মিটারে সমস্যা ধরা পড়লে বিনামূল্যে মিটার পরিবর্তনেরও ব্যবস্থা রয়েছে।

গ্রাহকদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু অভিযোগ আমাদের কাছেও আসছে এবং আমরা সেটি ক্ষতিয়ে দেখছি। যদি কারও মিটার রিডিংয়ে ভুল হয় তাহলে পরবর্তী বিলে তা সমন্বয় করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়

বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

১০

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

১১

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

১২

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

১৩

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১৪

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১৫

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

১৬

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

১৭

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

১৮

এবার আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

১৯

‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন কালবেলার আমজাদ

২০
X