ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

টেন্ডার নিয়ে আ.লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টেন্ডার নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া। ছবি : কালবেলা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টেন্ডার নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া। ছবি : কালবেলা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টেন্ডার নিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের প্রশাসনিক ভবনের আশপাশ এলাকায় দুই পক্ষ অবস্থান নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যন্ত্রপাতির সিডিউল বিক্রির কার্যক্রম চলছিল। সিডিউল ক্রয় নিয়ে জেলা যুবলীগ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের দ্বন্দ্ব শুরু হয়।

জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান রুমেল সিডিউল কিনতে আসেন। কিন্তু, এতে বাধা দেয় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নাসিম মন্ডল নিকু। এ নিয়ে দুই পক্ষের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নাসিম মন্ডল নিকু বলেন, আমরা ভদ্রভাবেই সিডিউল কিনতে গিয়েছিলাম। সিডিউল কেনার জন্য হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলছিলাম। এ সময় তারা এসে ঝামেলা শুরু করে দেয়। আমাদের সিডিউল কে বা কারা নিয়ে গেছে তাদের চিনতে পারিনি। আমরা কাউকে বাধা দিতে যাইনি। যুবলীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে আসছে, হাসপাতালের সিসি ক্যামেরা দেখলেই বোঝা যাবে। কারা কী করতে আসছে।

ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান রুমেল বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডারের সিডিউল বিক্রি চলছে গত এক মাস যাবৎ। কিন্তু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নাসিম মন্ডল নিকু সিডিউল বিক্রি করতে দিবেন না। আজকে আমরা জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আজহারুল ইসলামের সিডিউল কিনতে আসলে নাছিম মন্ডলের লোকজন বাধা দেয়। এ সময় কিছুটা ঝামেলা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, সিডিউল বিক্রির নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ বলেন, টেন্ডার নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে দিনে ভাঙছে ৩০ সংসার

কে জিতবেন নোবেল শান্তি পুরস্কার

ইরানের সঙ্গে যোগসাজশ / ইরাকের অলিম্পিক কমিটির প্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

ছাদে টিকটক করার সময় বিদ্যুতায়িত মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

ভিন্নরূপে শাকিব খান

তামা না পিতল, প্রতিদিনের ব্যবহারে কোন বাসনটি স্বাস্থ্যের জন্য ভালো?

‘ট্রাম্প নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন’

শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

এই ৪ ভুল করছেন? তাহলে নিজেই ত্বকের ক্ষতি ডেকে আনছেন

১০

শিশুকে হত্যার পর ৭০ ফুট গাছের ওপর ওঠেও রক্ষা পেল না যুবক

১১

মাত্র ১৫০ টাকা খরচ করে ঘরে বসেই সুগন্ধি পারফিউম তৈরি করবেন যেভাবে

১২

ধর্ম অবমাননায় সমান শাস্তির বিধান চায় জাতীয় হিন্দু যুব মহাজোট

১৩

শান্তিতে নোবেল ঘোষণার আগে ওবামাকে নিয়ে ট্রাম্পের ‘বিস্ফোরক’ মন্তব্য

১৪

অতিরিক্ত মাথাব্যথা কি ব্রেন টিউমারের লক্ষণ?

১৫

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১৬

সড়কে উঠতে বাধা, ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

১৭

টানা ৩ দিন ৪ ঘণ্টার কম ঘুমালে কী হতে পারে, জানেন?

১৮

ব্রাজিলের খেলোয়াড়দের কাছে মাঠে প্রমাণ চাইলেন আনচেলত্তি

১৯

হংকং ম্যাচে হারের পর যা বললেন হামজা

২০
X