

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে যশোরের কেশবপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদের বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।
এ সময় ২নং ওয়ার্ড বিএনপির নেতারাসহ ওয়ার্ডের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন