শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

মুরাদনগরের দারোরা ইউনিয়নের কাজিয়াতল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে কথা বলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : কালবেলা
মুরাদনগরের দারোরা ইউনিয়নের কাজিয়াতল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে কথা বলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মুরাদনগরে গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার পূর্বেই তিনি জাহাপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে হাত মেলাতে ও কুশল বিনিময় করতে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা যায়।

সাবেক মন্ত্রী কায়কোবাদের গাড়ি বহর যাওয়ার পথে সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে দাদাভাই দাদাভাই স্লোগানে স্বাগত জানান মুরাদনগরের আপামর জনতা। জুমার পূর্ব সময়ে নিজের শৈশবকালের স্মৃতি বিজড়িত নিজ বাড়ির মসজিদে মুসল্লিদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন কায়কোবাদ। এরপর জুমার নামাজ আদায় করে বাবা-মার কবর জিয়ারত করেন সাবেক এই মন্ত্রী।

বিকেলে মুরাদনগরের দারোরা ইউনিয়নের কাজিয়াতল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ সময় তাকে নারায়ে তাকবির, আল্লাহু আকবর স্লোগানে বরণ করে নেন আয়োজকরা।

প্রধান অতিথির বক্তব্যে কায়কোবাদ বলেন, আমি আপনাদের একজন কামলা। আপনারা আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সব সময় আপনাদের সেবা করতে চাই।

তিনি বলেন, জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। সেই কারাদণ্ড থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আমাকে কারও কাছে যেতে হয় নাই, একটা দস্তখত দিতে হয় নাই, একটা উকিলও রাখতে হয় নাই, আদালত যেতে হয় নাই, আল্লাহ মেহেরবানি করে এমনেই আমাকে মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

কায়কোবাদ আরও বলেন, মুরাদনগরের মানুষ আমাকে ভালোবাসে। আমি মুরাদনগরের মাটিও মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশের জন্য দোয়া করবেন।

মাহফিলের প্রধান বক্তা দেশ বরেণ্য আলেম ড. মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী দোয়া করে জনতার উদ্দেশে বলেন, আল্লাহ যেন এমন জনগণ দরদী ধার্মিক নেতাকে আমৃত্যু জনগণের সেবক প্রতিনিধি হয়ে কাজ করার তাওফিক দান করেন।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের আগমন ঘিরে মুরাদনগরের উৎসবের আমেজ বিরাজ করে। প্রিয় নেতাকে এক নজর দেখতে শিশু, যুবক, বয়স্ক, নারী পুরুষের ঢল নামে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম, আব্দুল আজিজ মোল্লা, দুলাল সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিন ও সদস্য সচিব সুমন মাস্টারসহ উপজেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

কালশীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর জামায়াত নেতার হামলা

বিশ্ববাজারে আবার চাঙা হচ্ছে স্বর্ণের দাম

অতীতের মতো আবারও বিএনপি-জামায়াত দ্বন্দ্বে লিপ্ত : মঞ্জু

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ঘোষণা স্থগিত

পাশের দোকানে ক্রেতা বেশি, মালিককে মারধর অন্য ব্যবসায়ীর

গোয়ালঘরে আগুন, কৃষক অগ্নিদগ্ধ

মিষ্টিকুমড়া চাষে কৃষকের মুখে মিষ্টি হাসি

মিরপুরের কালশীতে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন

১০

দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

১১

অধ্যাপক শফিকুলের সহায়তায় স্বপ্ন জয়ের পথে জবি শিক্ষার্থী ইমন

১২

কনের বয়স কম জেনে না খেয়ে ফিরে গেলেন ইউএনও

১৩

গণতান্ত্রিক উত্তরণে হঠকারিতার কোনো অবকাশ নেই : সাইফুল হক

১৪

দুবাই থেকে উধাও এশিয়া কাপ ট্রফি!

১৫

ঢাবিতে পথশিশুদের খাবার বিতরণ করলেন ছাত্রদলের রাজু

১৬

ক্ষমতায় যেতে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে : শাহে আলম

১৭

খালে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

১৮

ক্লাসিকোর আগেই রিয়ালকে খোঁচা ইয়ামালের

১৯

বন বিভাগের হয়রানির অভিযোগে অভিনব বিক্ষোভ

২০
X