ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার সব ফার্মেসি বন্ধ ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ধর্মঘট পালন করছে ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতি। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ায় ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ধর্মঘট পালন করছে ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতি। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের বরাদ্দকৃত বৈধ বাণিজ্যিক স্থাপনা অবৈধ বলে উচ্ছেদ সিদ্ধান্তের প্রতিবাদে সকল ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ধর্মঘট পালন করছে ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতি।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে এই কর্মসূচি পালন শুরু করেছে ব্যবসায়ীরা। এতে শহরের সহস্রাধিক ওষুধের দোকান বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়ছে রোগী ও সাধারণ মানুষ।

এদিকে, কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ ও ওষুধ দোকানের ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মহিলা কলেজ মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন জেলা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ছানাউল হক ভূঁইয়া, পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী, ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউল হক, ব্যবসায়ী খোকন খান প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ মার্কেটে ১৪টি দোকান ২৮ হাজার টাকা করে সিকিউরিটি মানি দিয়ে বৈধভাবে ভাড়া নেওয়া। ব্যবসায়ীরা নিয়মিত ভাড়া প্রদান করে আসছে। অথচ সম্প্রতি বরাদ্দকৃত দোকানগুলোকে অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে, যা অমানবিক ও অবৈধ। ব্যবসায়ীরা দোকান স্থানান্তরের জন্য পূর্বে চুক্তিনামামূলে ছয় মাস সময় দাবি করলেও কলেজ কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না। এ অবস্থায় অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সংগত সমাধান চান তারা। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহর অভ্যন্তরে জেলা সদর হাসপাতালসহ শতাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যেখানে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকে। সোমবার সকাল থেকে শহর অভ্যন্তরে ফার্মেসিগুলো বন্ধ থাকায় রোগী ও তাদের স্বজনরা বিপাকে রয়েছেন।

চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান, ডাক্তার দেখানোর পর চিকিৎসা শেষে ফার্মেসি ওষুধ কিনতে গেলে তারা সকল ফার্মেসি বন্ধ পান। কোনো ধরনের ওষুধই তারা কিনতে পারছেন না। এতে দুচিন্তায় পড়ে গেছেন সবাই। ফলে শহরে বাইরে থেকে তাদের ওষুধ নিতে হচ্ছে। বিষয়টি তারা দ্রুত সমাধান চান।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের অবৈধ দোকান উচ্ছেদ করে নতুন গেট নির্মাণের দাবিতে কয়েকদিন যাবত বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে গঙ্গাতারা ফুল

টিভিসিতে তৌসিফ মাহবুব

দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপ দিতে যুবদলকে আত্মনিয়োগ করতে হবে : মেজর হাফিজ

চার মাসের মধ্যে ধসে পড়ল কোটি টাকার রাস্তা

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, যুবক নিহত

পাঁচ বছরের শিশু ধর্ষণে আসামি বাচ্চুর যাবজ্জীবন 

পারস্পরিক বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় একমত পাকিস্তান-বাংলাদেশ 

নির্ধারিত দামে মিলছে না সার, সিন্ডিকেটে ভুগছে কৃষক

ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপ এবার নতুন রূপে

প্রথম টি-টোয়েন্টিতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

১০

বীমার টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ

১১

উড়োজাহাজে মাঝ আকাশে তেলাপোকাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড!

১২

৪০ মিটার রাস্তায় মামলার জট, দুর্ভোগে হাজারো মানুষ

১৩

রাণীশংকৈল হাসপাতালে দুদকের অভিযান, পেয়েছে নানা অনিয়ম

১৪

কুয়াকাটায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত শতাধিক

১৫

ইসি সচিব / এনসিপিকে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি

১৬

আশ্রয়ণ প্রকল্পের শত শত ঘরে তালা

১৭

মর্ত্যের দেবতা সালমান: রাখি সাওয়ান্ত

১৮

এক রাতেই ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার

১৯

আগামী নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা জানাল ইসি

২০
X