বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

খড়ের মাঠ দখল নিয়ে গোলাগুলি, নিহত বেড়ে ৩

রাজশাহীর বাঘা ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মার চরে খড়ের মাঠ দখল নিয়ে সংঘর্ষে নিহতের লাশ পাওয়ার কথা শুনে সেখানে স্থানীয়রা ভিড়। ছবি : সংগৃহীত
রাজশাহীর বাঘা ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মার চরে খড়ের মাঠ দখল নিয়ে সংঘর্ষে নিহতের লাশ পাওয়ার কথা শুনে সেখানে স্থানীয়রা ভিড়। ছবি : সংগৃহীত

রাজশাহীর বাঘা ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পদ্মার চরে খড়ের মাঠ দখল নিয়ে দুই সন্ত্রাসী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চৌদ্দহাজার বিঘা মৌজার বিস্তীর্ণ খড়ের মাঠ দখলকে কেন্দ্র করে কুখ্যাত কাকন বাহিনী ও বাঘার মন্ডল বাহিনীর মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দৌলতপুরের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী কাকন বাহিনী ও পার্শ্ববর্তী বাঘা উপজেলার মন্ডল বাহিনী দীর্ঘদিন ধরে পদ্মার চরে দখল নিয়ে বিরোধে জড়িয়ে ছিল। সোমবার দুপুরে উভয়পক্ষ আধুনিক আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে মন্ডল বাহিনীর সদস্য মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল (৩৬) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাজমুল মন্ডল (২৬) মারা যান। আহতদের মধ্যে রয়েছেন বাহিনী প্রধান মুনতাজ মন্ডল (৩২) ও রাকিব মন্ডল (১৮) — দুজনই বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতদের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের নিচ খানপুর গ্রামে।

এদিকে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার বিঘা চর এলাকায় পদ্মা নদী থেকে লিটন আলী (২৬) নামে আরও এক যুবকের লাশ উদ্ধার করে নৌপুলিশ। তিনি ভেড়ামারা উপজেলার রায়টা নতুনহাট এলাকার কামরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

পাবনার ঈশ্বরদী নৌপুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘ঘটনাস্থলটি দৌলতপুর ও বাঘা থানার সীমান্ত এলাকায় হওয়ায় তদন্তে বাঘা থানা পুলিশও কাজ করছে।’

অন্যদিকে বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, ‘খড়ের মাঠ দখল নিয়ে কাকন বাহিনী ও মন্ডল বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে ঘটনাস্থল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা। সুতরাং এ ঘটনায় কোন মামলা হলে দৌলতপুর থানাতেই হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে অপপ্রচারের প্রতিবাদ সংখ্যালঘু ঐক্যমোর্চার 

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে নানা কর্মকাণ্ডে হিন্দুদের মধ্যে উদ্বেগ-শঙ্কা

গ্রোকিপিডিয়া চালু করলেন ইলন মাস্ক

উইটনে ‘ইসলামী স্টাডিজ প্রজেক্ট এক্সিবিশন’

আসিয়ানের সভাপতির দায়িত্বে ফিলিপাইন

পাকিস্তান-আফগানিস্তান  / সমঝোতা ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা

ভুয়া জুলাই-যোদ্ধার তালিকায় যাদের নাম

নাইটহুড সম্মাননা পেলেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকৃতি রিজওয়ানের

বিসিবিতে জমা পড়ল ৯০০ পৃষ্ঠার বিপিএল দুর্নীতির তদন্ত প্রতিবেদন

১০

সাভারে বিশ্ববিদ্যালয় সংঘর্ষে তদন্ত কমিটি, থানায় অভিযোগ দায়ের

১১

খড়ের মাঠ দখল নিয়ে গোলাগুলি, নিহত বেড়ে ৩

১২

গাজায় নতুন করে তীব্র হামলার নির্দেশ নেতানিয়াহুর

১৩

বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে আদর্শ মডেল বিবেচনা করে মালদ্বীপ

১৪

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের সম্পর্ক স্পষ্ট করলেন গোলাম পরওয়ার

১৫

মেঘনায় ইলিশ কম, ধরা পড়ছে জাটকা

১৬

হোমনায় আজিজুর রহমান মোল্লার ৩১ দফার লিফলেট বিতরণ

১৭

‘মনোনয়ন পাওয়ার পর মিছিল ও মিষ্টি বিতরণ করা যাবে না’

১৮

সেদিন আ.লীগের নৃশংসতা অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ববাসী : রাশেদ প্রধান

১৯

ইতিহাসের কলঙ্কিত অধ্যায় ২৮ অক্টোবর : মুহাম্মদ শাহজাহান

২০
X