শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

এনসিপি ছাড়লেন আরও এক নেতা

সদ্য পদত্যাগ করা এনসিপি নেতা মো. মাসুদ আলম। ছবি : কালবেলা
সদ্য পদত্যাগ করা এনসিপি নেতা মো. মাসুদ আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. মাসুদ আলম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বেচ্ছায় তিনি এ পদত্যাগ করেন৷

পদত্যাগের বিষয়টি মাসুদ আলম নিজেই নিশ্চিত করেছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অঞ্চল তত্ত্বাবধায়ক কুমিল্লা জেলা ও কুমিল্লা জেলা প্রধান সমন্বয়কারী বরাবর এ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি।

মো. মাসুদ আলম তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, ‘আমি মো. মাসুদ আলম, যুগ্ম সমন্বয়কারী (এন.সি.পি) ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা। আমি স্বদিচ্ছায়, সুস্থ মস্তিষ্কে, নিজ সিদ্ধান্তের আলোকে ‘জাতীয় নাগরিক পার্টি’ ব্রাহ্মণপাড়া উপজেলার ‘সমন্বয় কমিটির’ ‘যুগ্ম সমন্বয়কারী’ পদ হতে পদত্যাগ করলাম। অতএব, পদত্যাগপত্রটি সাদরে গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ রইল।’

জানতে চাইলে মো. মাসুদ আলম বলেন, এনসিপি কারও ব্যক্তিগত সম্পত্তি নয় যে, কেউ এখানে এসে পদ-পদবি নিয়ে সংগঠনকে বিতর্কিত করবে৷ গ্রুপিং সৃষ্টি এবং জুলাই বিপ্লবের সহযোগী দলকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে বিতর্ক তৈরি করবে। যদিও আমি তেমনভাবে সংগঠনের কার্যক্রমে সময় দিতে পারিনি, তার পরও এই সমস্যাগুলোর সমালোচনা আমাকে নিয়েই বেশি করা হচ্ছে। এর দ্বায়ভার আমার কাঁধেই প্রতিনিয়তই বর্তায়।’

তিনি বলেন, ‘ব্রাহ্মণপাড়া উপজেলার দু-একজন পদধারী মানসিক বিকারগস্ত এনসিপি প্রতিনিধির হীনমন্যতাকে আমি মেনে নিতে পারছি না। তাই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি। যদি কখনো নতুন করে কমিটি ঘোষণা করে এ মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের অপসারণ এবং রাজনৈতিক হীনমন্যতা দূরীভূত করা হয়, তখন এনসিপি যদি প্রয়োজন মনে করে তাহলে আবারও ভেবে দেখব ইনশাআল্লাহ৷ ’

তিনি আরও বলেন, ‘বর্তমানে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চিন্তা করিনি। এনসিপির রাজনৈতিক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সেইসঙ্গে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি প্রিয় কমরেড জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, হাফসা জাহান, কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়কারী সৈয়দ আহমেদ টিটু ভাইসহ অন্যান্য নেতাদের প্রতি।

এর আগে গত ১ অক্টোবর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার কমিটি থেকে এবাদত আলী ও শরিফুল ইসলাম সবুজ নামের দুই নেতা পদত্যাগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির খুনিদের হস্তান্তর না হলে আন্দোলন থামবে না: আসিফ মাহমুদ

ওসমান হাদির মৃত্যু: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ

হাদির জানাজা কখন, জানাল ইনকিলাব মঞ্চ

জানা গেল শরিফ ওসমান হাদির মরদেহ কখন পৌঁছাবে

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল জাবি 

‘আগুন সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়’

হাদির মৃত্যু: ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর

হাদি হত্যার বিচারের দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ মিছিল

শাহবাগে অবস্থান নিলেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা

শরিফ ওসমান হাদি এক অবিচল সাহসের নাম: নাছির উদ্দীন নাছির

১০

হাদি হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

১১

হাদির মৃত্যুর ঘটনায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

ওসমান হাদির মৃত্যুতে নাহিদ ইসলামের আবেগঘন প্রতিক্রিয়া

১৩

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর

১৪

ওসমান হাদিকে ‘বাংলার বীর’ হিসেবে স্বীকৃতির দাবি

১৫

হাদির মৃত্যুতে এনসিপির শোক

১৬

আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম

১৭

ওসমান হাদি কখন মারা যান, জানালেন ডা. আহাদ

১৮

রাতে নিরাপত্তার স্বার্থে ওসমান হাদির পরিবারকে কথা না বলার নির্দেশ

১৯

ওসমান হাদির মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

২০
X