

২০০৯ সালে হামলায় নিহত বিএনপি নেতা খলিল পেদার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনের সম্ভাব্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
রোববার (০২ নভেম্বর) দুপুর ২টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধীপুর এলাকায় খলিল পেদার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তিনি জিয়ারত করেন।
২০০৯ সালে ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিল পেদা হামলায় নিহত হন। তার মৃত্যুর ১৬ বছর পরও তাকে স্মরণ করে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তার বাড়িতে যান। এ সময় তিনি কবর জিয়ারত করেন এবং স্বজনদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নেন।
এ সময় তাকে কাছে পেয়ে নিহত খলিল পেদার পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। পরিবারকে সান্ত্বনা দিয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, বিএনপি সবসময় শহীদ নেতাদের পরিবারের পাশে থাকবে এবং তাদের সংগ্রাম বৃথা যাবে না।
সাক্ষাৎ শেষে তিনি খলিল পেদার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
মন্তব্য করুন