

দেশের স্বাস্থ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) ২০২৬-২৭ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক প্রতীক ইজাজ। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম শুভ (মুজাহিদ শুভ)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রুফ রেস্টুরেন্টে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী কমিটির নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তাঁরা নির্বাচিত হন।
আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিএইচআরএফ নির্বাচন কমিশন ২০২৬-এর চেয়ারম্যান দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের। কমিশনের অন্য সদস্য হলেন- সংগঠনের জ্যেষ্ঠ সদস্য এবং জাগো নিউজের প্ল্যানিং এডিটর মনিরুজ্জামান উজ্জ্বল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি কবির আহমদ খান। গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নবনির্বাচিত কমিটিতে সহসভাপতি হয়েছেন সিটিজেনজার্নাল২৪ডটকমের বিশেষ প্রতিনিধি আয়নাল হোসেন ও ডেইলি সানের ডেপুটি এডিটর মো. আল আমিন। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদ কমল। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের নিজস্ব প্রতিবেদক আজাদুল ইসলাম আদনান, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সমকালের নিজস্ব প্রতিবেদক তবিবুর রহমান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক তানভীরুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশের বিশেষ প্রতিনিধি নেছার উদ্দিন আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক বুদ্ধদেব কুণ্ডু, মোহনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শামিমুজ্জামান চৌধুরী এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) নিজস্ব প্রতিবেদক তাওসিয়া তাজমীম।
এর আগে বিএইচআরএফের সদ্য বিদায়ী সভাপতি এবং দৈনিক কালবেলার হেলথ এডিটর রাশেদ রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় ফোরামের সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেল ও কোষাধ্যক্ষ মো. বায়েজীদ মুন্সী বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনার পর কণ্ঠভোটে বার্ষিক প্রতিবেদন দুটি পাস হয়। এদিকে দ্বি-বার্ষিক সাধারণ সভায় গত বছর ফোরামে যোগ দেওয়া সাতজন নতুন সদস্য সর্বসম্মতিক্রমে স্থায়ী হন। এরপর তিন সদস্যের নির্বাচন কমিশন এই ভোটের আয়োজন করে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতারা ফোরামের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, স্বাস্থ্য খাতের জটিলতা, নীতিগত সংকট এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা আরও জোরদার করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য। পাশাপাশি সদস্যদের পেশাগত অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনকে আরও কার্যকর ও সক্রিয় করার অঙ্গীকারও করেন তারা। নতুন নেতৃত্বের মাধ্যমে বিএইচআরএফ স্বাস্থ্য খাতকেন্দ্রিক সাংবাদিকতায় আরও সংগঠিত, শক্তিশালী ও প্রভাবশালী ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
মন্তব্য করুন