

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেছেন, ‘যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি থেকে যারা প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন, তারা সবাই যোগ্য। সংসদ সদস্য হওয়ার গুণাগুণ তাদের আছে।’
রোববার (০২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে তারেক রহমান যাকেই প্রার্থী ঘোষণা করবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করব। ধানের শীষে ভোট চাইব। আমরা সবাই এক এবং অভিন্ন। আমাদের কাছে ব্যক্তির থেকে দলের গুরুত্বটা অনেক বেশি।’
কেশবপুর শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
আরও পড়ুন : ২০ নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা
বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
যৌথসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস প্রমুখ।
এদিকে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশীরা এক মঞ্চে যৌথসভায় অংশ নেওয়ায় বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত।
জানা গেছে, যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীরা হলেন কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস।
মন্তব্য করুন