

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের সোনালী ব্যাংক সংলগ্ন জালাল মিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (০৩ নভেম্বর) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় নদী থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও, তারা পৌঁছানোর আগেই দুটি গুদামের সমস্ত মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মার্কেটের মালিক জামাল মিয়া কালবেলাকে বলেন, পুড়ে যাওয়া গুদামগুলোতে পাইকারি বিক্রেতাদের মালামাল ছিল। ব্যবসায়ী নারায়ন শাহ, স্বপন চন্দ্র সাহা ও আক্তার হোসেনসহ কয়েকজন বড় ক্ষতির মুখে পড়েছেন।
নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়। আশপাশে ব্যাংকসহ আরও দোকান ছিল তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
মন্তব্য করুন