

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পেলেন আবুল খায়ের ভূঁইয়া ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মনোনয়ন পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির গুলশান দলীয় কার্যালয় থেকে তাদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
আবুল খায়ের ভূঁইয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনে সাবেক সংসদ সদস্য এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনে সাবেক সংসদ সদস্য।
এদিকে নাম ঘোষণার পর পরই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দেয়।
তবে লক্ষ্মীপুর-১ ও লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন ঘোষণা না করায় এসব আসনে দলীয় নেতাকর্মী-সমর্থকদের মাঝে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
মন্তব্য করুন