সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে স্কুলের মালামাল বিক্রি, ৩ পিকআপ আটক

পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় ও আটককৃত মালামাল ভর্তি পিকআপ। ছবি : কালবেলা
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় ও আটককৃত মালামাল ভর্তি পিকআপ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাতের আঁধারে নিয়মবহির্ভূতভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মালামাল বিক্রির অভিযোগ উঠেছে।

শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় থেকে মালামাল ভর্তি ৩টি পিকআপ ভ্যান আটক করে স্থানীয় এলাকাবাসী।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান মাসুদ মোল্লার জিম্মায় জব্দকৃত মালামাল রেখে আসে।

রোববার (৯ নভেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়ের পুরোনো বেঞ্চ, ফ্যান ও অন্যান্য আসবাবপত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে না জানিয়ে বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়ার নির্দেশে প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম দপ্তরি সুমন দাসের মাধ্যমে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী মহসীনের কাছে বিক্রি করেন। পরে মহসীন রাতের অন্ধকারে ৩টি পিকআপ ভ্যানে মালামাল তুলতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা গাড়ি থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে মহসীন পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে সহকারী শিক্ষক মো. বাতেন মিয়াসহ কয়েকজন শিক্ষককে দেখতে পান। বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় রাতে মালামাল বিক্রির কারণ জানতে চাইলে শিক্ষকরা জানান, ম্যানেজিং কমিটির মিটিংয়ের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকিতে বিক্রি করায় রশিদ দেওয়া হয়নি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিতে জড়িত। তাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা তৌকির আহমেদ ও সাহেদ হাসান বলেন, বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক মিলে বিদ্যালয়কে নিজেদের সম্পত্তি মনে করে যা খুশি তাই করছে। রাতের অন্ধকারে পিক-আপ ভর্তি করে মালামাল নেওয়ার সময় আমরা বাধা দিলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এখন তারা ভুয়া রশিদ তৈরি করে ঘটনাকে অন্য দিকে নেওয়ার চেষ্টা করছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া কালবেলাকে জানান, নতুন ভবন নির্মাণের পর পুরোনো বেঞ্চ ও ফ্যান বিক্রির জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল এবং বিক্রিত মালামালের রশিদ রয়েছে। এরই সিদ্ধান্ত অনুযায়ী মালামাল বিক্রি করা হয়। স্থানীয় একটি মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তবে তিনি স্বীকার করেন, বিক্রির আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানানো হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, সভাপতির নির্দেশেই মালামাল বিক্রি করা হয়েছে। বিক্রির রশিদ আমাদের কাছে রয়েছে, আমি কুমিল্লায় থাকায় তখন দিতে পারিনি। তবে দরপত্র ছাড়াই বিক্রি করা সঠিক হয়নি, এটা স্বীকার করছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন কালবেলাকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে দেখা গেছে, বিক্রির প্রক্রিয়ায় নিয়মভঙ্গ হয়েছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় নথি পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বর্তমানে মালামাল স্থানীয় ইউপি সদস্যের তত্ত্বাবধানে রয়েছে।

স্থানীয়দের দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ নিয়ে এমন অনিয়ম আর না ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ফারুক

১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বিএনপির লোকই ঢাকা-১৮ আসনে মনোনয়ন পাবেন, প্রত্যাশা কফিল উদ্দিনের

জাতীয় যুব শক্তির ৫ নেতার পদত্যাগ

বিএনপির সমাবেশে ছাত্রদল কর্মীর মৃত্যু

তবে কি বদলে যাচ্ছে আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমার সময়?

পানিতে ডুবে আরও তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

ভৌতিক সিনেমা মনের চাপ কমায়

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে ঢাকার কড়া জবাব

জেলে বন্দিদের মদ পার্টি, নাচ-গানের ভিডিও ফাঁস

১০

বগুড়ার নতুন জেলা প্রশাসক তৌফিকুর রহমান

১১

স্ত্রী সাজলেন এএসআই স্বামী কনস্টেবল, অতঃপর যা ঘটল

১২

আরও ১৪ জেলায় নতুন ডিসি

১৩

তারেক রহমানকে নেওয়া হলো হাসপাতালে

১৪

রাতের আঁধারে স্কুলের মালামাল বিক্রি, ৩ পিকআপ আটক

১৫

তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে যেসব অঞ্চলে

১৬

ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার প্রস্তাব দিচ্ছে আয়ারল্যান্ড!

১৭

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার হবে যে আইনে, জানালেন প্রসিকিউটর

১৮

প্রাথমিকের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার

১৯

পদ্মার চরে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৬৭

২০
X