পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষের প্রার্থিতা দাবি করা সেই রিয়াজুল হাসপাতালে ভর্তি

তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড পাশে নিয়ে অনশনে মো. রিয়াজুল ইসলাম। পুরোনো ছবি
তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড পাশে নিয়ে অনশনে মো. রিয়াজুল ইসলাম। পুরোনো ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীর দাবিতে আমরণ অনশনে বসা সেই মো. রিয়াজুল ইসলাম (৩৬) এখন হাসপাতালে ভর্তি রয়েছে।

গত সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে পাংশা পৌর শহরের পুরাতন বাজার দর্গাতলা এলাকার হজরত শাহ্জুঁই (রহ.) মাজার শরিফের সামনে অনশন শুরু করেন তিনি। বুধবার রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয়রা তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অনশনে বসা রিয়াজুল ইসলাম তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক।

বৃহম্পতিবার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে মো. রিয়াজুল ইসলাম বলেন, রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীর দাবিতে গত সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনশন করছি। বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা আমাকে হাসপাতালে এনে ভর্তি করেন। এখন পর্যন্ত অনশন চালিয়ে যাচ্ছি। বিএনপির মনোনয়ন বোর্ড থেকে আমার কাছে কোনো বার্তা না আসা পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব।

এ সময় তার শারীরে স্যালাইন চলতে দেখা গেছে। জানা গেছে, রাত থেকে চারটি স্যালাইন পুশ করা হয়েছে।

এর আগে অনশনের শুরুতে দেখা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ডের সঙ্গে নিয়ে ধানের শীষে বিএনপির দলীয় পতাকা রেখে তিনি একক এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বসে আছেন পাটির ওপর, তার পাশে একটি কাথাও দেখা গেছে।

অনশনে বসা অবস্থায় গত মঙ্গলবার (১১ নভেম্বর) মো. রিয়াজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ৩ নভেম্বর সারা দেশে ২৩৭টি আসনে প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জোট প্রার্থীর জন্য এখনো ৬৩টি আসনে মনোনয়ন দেয়নি বিএনপি। এর মধ্যে রাজবাড়ী-২ আসনও রয়েছে। রাজবাড়ী-২ আসনে আমরা কোনো জোট প্রার্থী চাই না। আমরা ধানের শীষের প্রার্থী চাই। বিতর্কিত কাউকে প্রার্থী হিসেবে চায় না।

২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকার মধ্যে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনের জন্য প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তবে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির ভর্তি পরীক্ষা : আঞ্চলিক কেন্দ্রে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে পরীক্ষা

চট্টগ্রামে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

হাসপাতালে হাসান মাসুদ, দুই সপ্তাহ ধরে চলছে চিকিৎসা

অস্ত্রসহ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

১৫ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন, অংশ নিচ্ছেন বিশ্বের ১২ খ্যাতনামা আলেম

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম পঞ্চগড়ের আবু তালেব

উসকানি ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা : চিফ প্রসিকিউটর

ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন 

হাসিনার রায়ের তারিখ ঘোষণায় চিফ প্রসিকিউটরের প্রতিক্রিয়া

১০

ভারতের কাছে স্বর্ণের লড়াই হেরে গেল বাংলাদেশ

১১

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

প্রাণহানি রোধে মেহেরপুরে সুইমিংপুলের উদ্বোধন

১৩

ধানের শীষের প্রার্থিতা দাবি করা সেই রিয়াজুল হাসপাতালে ভর্তি

১৪

পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩৭

১৫

সাংবাদিককে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ নেইমারের

১৬

যশোরে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন বস্তিবাসী

১৭

ফেনীতে গাছ কেটে রেলপথে নাশকতার চেষ্টা

১৮

ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক চাঙ্গা রাখার ‘ফর্মুলা’ জানালেন ভিকি

১৯

১১ বছর পর ‘মন বোঝে না’ মুক্তি নিয়ে তমার ক্ষোভ

২০
X