

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীর দাবিতে আমরণ অনশনে বসা সেই মো. রিয়াজুল ইসলাম (৩৬) এখন হাসপাতালে ভর্তি রয়েছে।
গত সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে পাংশা পৌর শহরের পুরাতন বাজার দর্গাতলা এলাকার হজরত শাহ্জুঁই (রহ.) মাজার শরিফের সামনে অনশন শুরু করেন তিনি। বুধবার রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয়রা তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অনশনে বসা রিয়াজুল ইসলাম তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক।
বৃহম্পতিবার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে মো. রিয়াজুল ইসলাম বলেন, রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীর দাবিতে গত সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনশন করছি। বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা আমাকে হাসপাতালে এনে ভর্তি করেন। এখন পর্যন্ত অনশন চালিয়ে যাচ্ছি। বিএনপির মনোনয়ন বোর্ড থেকে আমার কাছে কোনো বার্তা না আসা পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব।
এ সময় তার শারীরে স্যালাইন চলতে দেখা গেছে। জানা গেছে, রাত থেকে চারটি স্যালাইন পুশ করা হয়েছে।
এর আগে অনশনের শুরুতে দেখা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ডের সঙ্গে নিয়ে ধানের শীষে বিএনপির দলীয় পতাকা রেখে তিনি একক এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বসে আছেন পাটির ওপর, তার পাশে একটি কাথাও দেখা গেছে।
অনশনে বসা অবস্থায় গত মঙ্গলবার (১১ নভেম্বর) মো. রিয়াজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ৩ নভেম্বর সারা দেশে ২৩৭টি আসনে প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জোট প্রার্থীর জন্য এখনো ৬৩টি আসনে মনোনয়ন দেয়নি বিএনপি। এর মধ্যে রাজবাড়ী-২ আসনও রয়েছে। রাজবাড়ী-২ আসনে আমরা কোনো জোট প্রার্থী চাই না। আমরা ধানের শীষের প্রার্থী চাই। বিতর্কিত কাউকে প্রার্থী হিসেবে চায় না।
২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকার মধ্যে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনের জন্য প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তবে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্তব্য করুন