

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে ঘিরে কুড়িগ্রামের চিলমারীতে নাশকতার পরিকল্পনার সময় ইউনিয়ন যুবলীগ নেতা ও ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোড়গাছ বাজার এলাকা থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার (ওসি) ইনচার্জ আশরাফুল ইসলাম।
গ্রেপ্তার নেতার নাম মো. রাজু মিয়া (৫৯)। তিনি রমনা মডেল ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের জোরগাছ নতুন বাজার মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শেখ হাসিনার ফাঁসির আদেশকে ঘিরে নাশকতার পরিকল্পনা করছিলেন ওই নেতা৷ পরে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার (১৮ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন