

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে খতমে কোরআন, মিলাদ, দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সিলেটের জাফলং দারুস সুন্নাহ মুব্বিয়া দ্বীনিয়া মাদ্রাসায় কোরআন খতম, বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসান আহমদের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে কলম, খাতা ও ফাইল বিতরণ করা হয়।
এ সময় তিনি বলেন, ‘তারেক রহমান দেশবাসীর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। দেশের সংকটময় সময়ে তারেক রহমানের দিকনির্দেশনা ছাত্রদলকে সবসময় সঠিক পথ দেখিয়েছে। তার ৬১তম জন্মদিনে আমাদের এই ছোট আয়োজন কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ।’
এ সময় উপস্থিত ছিলেন জাফলং ইউনিয়ন ছাত্রদল নেতা নাসির মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাইম উদ্দিন, জুয়েল, শাহিন, শাহরিয়া, জুয়েল, মেহেদী, তনিশাহা, শরিফ প্রমুখ।
মন্তব্য করুন