জয়পুরহাটের পৌর শহরে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়ের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের বৈরাগীর মোড় এলাকায় এ অভিযান করা হয়।
অভিযানে মানিক বেকারিকে ১০ হাজার এবং শোয়েব ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনতা বেকারিতে পণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ, মূল্য উল্লেখ থাকা এবং লাইসেন্স থাকায় আভিযানিক দলের কর্মকর্তারা ধন্যবাদ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। প্রসিকিউটর হিসেবে ছিলেন রাজশাহী বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় থেকে প্রায় সব জেলায় অভিযান চলছে। এ অভিযান পরিচালনাকালে দুই বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি এক বেকারির মালিকে ধন্যবাদ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে।’
মন্তব্য করুন