বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্টফোনের জন্য মাদ্রাসাছাত্রের অপহরণ নাটক!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দামি স্মার্টফোন কেনার টাকা সংগ্রহের জন্য চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে এক মাদ্রাসাছাত্র অপহরণ নাটক সাজিয়ে মুক্তিপণ দাবি করায় দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ কথিত অপহৃত ৯ম শ্রেণির ওই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করে। এ ঘটনায় তার চাচাতো ভাইসহ দুই সহযোগীকে আটক করা হয়েছে।

গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক মোন্নাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাইবান্ধার আলতাফুর রহমান নামে এক ব্যক্তি গত রোববার দুপুরে থানায় অভিযোগ করেন যে, তার ছেলে গাবতলী উপজেলার নশিপুর এলাকায় একটি আবাসিক মাদ্রাসায় ৯ম শ্রেণিতে পড়ালেখা করে। ঢাকা থেকে কুরিয়ার সার্ভিসে আসা বই উত্তোলনের কথা বলে গত ১৪ সেপ্টেম্বর দুপুরে ওই ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।

১৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তার বাবার মোবাইলে ফোন করে বলা হয়- তার ছেলেকে অপহরণ করে আটকে রাখা হয়েছে। তিন লাখ টাকা মুক্তিপণ না দিলে তাকে খুন করা হবে। এরপর থেকে ওই ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। ওই ছাত্রের বাবা বিষয়টি গাবতলী থানায় অবহিত করলে থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল ওই ছাত্রকে উদ্ধার তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাত ৯টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকার একটি ছাত্রাবাস থেকে কথিত অপহৃত মাদ্রাসাছাত্রকে উদ্ধার করে পুলিশ। এ সময় তার চাচাত ভাই খায়রুল ইসলাম লিমন (২২) এবং মেহেদী হাসান (২২) নামের দুই যুবককে আটক করা হয়।

পুলিশ পরিদর্শক মোন্নাফ আলী আরও জানান, জিজ্ঞাসাবাদে ওই মাদ্রাসাছাত্র ও তার চাচাত ভাই লিমন জানায়, ওই মাদ্রাসাছাত্র একটি দামি স্মার্টফোন কিনবে বলে মনস্থির করে। সেই ফোন কেনার টাকা পরিবারের কাছ থেকে টাকা আদায় করতে তারা অপহরণের নাটক সাজায়। মুক্তিপণের টাকা থেকে একটি দামি ফোন কেনার পর অবশিষ্ট টাকা তার চাচাত ভাইসহ অপর সহযোগীরা ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই পরিকল্পনা অনুযায়ী গত ১৪ সেপ্টেম্বর ওই ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে বগুড়া শহরের তিনমাথা রেলগেটে তার চাচাত ভাইয়ের ছাত্রাবাসে ওঠে। সেখানে আরও দুই-তিনজন ছাত্র মিলে বগুড়া সদর উপজেলার পীরগাছা বাজারে গিয়ে মাদ্রাসা ছাত্রের বাবাকে ফোন করে অপহরণের কথা বলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর তারা ফোনটি বন্ধ করে ছাত্রাবাসে ফিরে গিয়ে আত্মগোপন করে থাকে।

এ ঘটনায় ওই মাদ্রাসাছাত্রের বাবা মামলা না করায় আটককৃতদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক মোন্নাফ আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেই আক্রান্ত হাসপাতাল

জ্বর হলে জিভের স্বাদ চলে যাওয়া হতে পারে বড় রোগের লক্ষণ

মেসির জাদুতে মায়ামির নাটকীয় জয়

গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল

দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে : টুকু

খালি পেটে লেবুপানি কি সবার জন্য নিরাপদ? জানুন বিশেষজ্ঞরা মতামত

লোকালয়ে ঢুকে পড়ল বনের প্রাণী, জনমনে আতঙ্ক

বাসি রুটি-ঘি দিয়ে বানানো যায় স্বাস্থ্যকর সকালের নাস্তা

১৭ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১০

১৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

রাশিয়ার উপকূলে ভূমিকম্পের আঘাত

১২

এসিআই পিএলসি-তে চাকরির সুযোগ

১৩

সকাল থেকে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৪

পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

১৫

গাজীপুরে আগুনে পুড়ল ৪টি ঝুট গুদাম

১৬

নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

১৭

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

১৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৯

ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা

২০
X