পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মাসুদ সাঈদী। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মাসুদ সাঈদী। ছবি : কালবেলা

আলোকিত একটি সমাজ গঠনে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।

তিনি বলেন, ‘শিক্ষা একটি জাতির অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি, আর এই শক্তির মূল ভিত্তি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ। তাই একটি আলোকিত, মানবিক ও কল্যাণময় সমাজ গড়তে হলে শিক্ষকদের জন্য নিরাপদ, সহায়ক ও উন্নত কর্মপরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।’

রোববার (০৭ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ‘অফিসার্স লাউঞ্জে’ সকল শিক্ষক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।‎

‎তিনি আরও বলেন, ‘একজন শিক্ষক যখন মানসিক স্বস্তি, পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় অনুপ্রেরণা পান, তখন তিনি মেধা ও সৃজনশীলতা দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম—আমাদের শিক্ষার্থীদের—আরও দক্ষ, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।’

‎‎মাসুদ সাঈদী জানান, নির্বাচিত হলে শিক্ষাব্যবস্থার মনোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘শিক্ষকদের সম্মানজনক পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে আমরা কাজ করব। যাতে শিক্ষকগণ স্বাচ্ছন্দ্যে পড়াতে পারেন এবং শিক্ষার্থীরা নির্ভয়ে শিক্ষা গ্রহণ করতে পারে।’‎

তিনি বলেন, ‘আমি পিরোজপুরের সেবক হিসেবে নির্বাচিত হলে ‎শিক্ষকদের যথাযথ সম্মান ও নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ‎আধুনিক শিক্ষা উপকরণ ও প্রশিক্ষণ ও শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা ও আধুনিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করবো। একই সাথে শিক্ষকদের কাজের উপযোগী পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ, স্বাস্থ্যকর শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলবো ইনশাআল্লাহ।’

‎‎তিনি আরও বলেন, ‘আমরা দূর্নীতিমুক্ত একটি দেশ গড়তে চাই। সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ চাই। কিন্তু আমাদের দূর্ভাগ্য হল দেশ স্বাধীন হয়েছে আজ প্রায় ৫৪ বছর। এই ৫৪ বছরে আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হওয়া দেশগুলো সব পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু আমরা সেই অর্থ দাঁড়াতে পারিনি। অন্য দেশগুলো পারছে, আমরা কেন পারছি না? না পারার অন্যতম কারণ হল- দূর্নীতি। আমাদের দেশ থেকে এই দুর্নীতি যতদিন পর্যন্ত নির্মূল করা না যাবে ততদিন একটি উন্নত দেশ হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে এই দুর্নীতি নির্মূলে সর্বাত্নক চেষ্টা চালানো।’ ‎ সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুরের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায় এর সভাপতিত্বে ও কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময় ‎সভায় আরোও উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ উপাধ্যক্ষ ‎প্রফেসর ইলিয়াস হোসেন বেপারী, শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ‎মোঃ শাহাবুদ্দিন সিকদার, অর্থনীতি বিভাগের অধ্যাপক ‎প্রফেসর সিতাংশু শেখর অধিকারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ‎প্রফেসর সমর্জিৎ হাওলদার, ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার আমির মাওলানা ইসহাক আলী, ‎‎সেক্রেটারি আল আমিন খান প্রমুখ। ‎ ‎মতবিনিময় সভায় শিক্ষকগণ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনা তুলে ধরেন এবং সকলের সহযোগিতায় শিক্ষার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল আর্জেন্টিনার ফুটবলারকে লাথি মারা সেই ফুটবলারের পরিচয়

হামজাকে দলে পেতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্লাব

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

১০

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

১১

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১২

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

১৩

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

১৪

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

১৫

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

১৬

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

১৭

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

১৮

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

১৯

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X