মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০০ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলন থেকে মুফতি হাবিবুরকে স্থায়ীভাবে বহিষ্কার

মুফতি হাবিবুর রহমান হাওলাদার। ছবি : সংগৃহীত
মুফতি হাবিবুর রহমান হাওলাদার। ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী-১ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে তার প্রার্থিতাও।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে পটুয়াখালী পৌরসভাস্থ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর নির্দেশনা এবং ৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা আমেলার জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মুফতি হাবিবুর রহমানকে দলীয় পদ ও প্রার্থিতা থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে তার স্থলে পটুয়াখালী জেলা শাখার সক্রিয় সদস্য আলহাজ মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী-১ আসনের নতুন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে জেলা সভাপতি বলেন, ইসলামী আন্দোলন সবসময়ই সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। দলের ভাবমূর্তি রক্ষায় যে কোনো অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।

এর আগে, সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কলাপাড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুফতি হাবিবুর রহমান মনোনয়ন প্রত্যাহার করে পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

তবে পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় দলীয়ভাবে সেখানে প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন না মুফতি হাবিবুর রহমান। ফলে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তিনি কোনো রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে তিনি দলীয় সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ও ব্যক্তিগত সংকটের কথা তুলে ধরেন। তার দাবি, অনিচ্ছাকৃতভাবে অন্য আসনে মনোনয়ন পাওয়ার ঘটনায় মানসিক ও শারীরিক চাপের কারণে তিনি সম্প্রতি স্ট্রোকে করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণে, এই বক্তব্য কেবল ব্যক্তিগত আবেগের প্রকাশ নয়; বরং দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, কেন্দ্রীয় চাপ এবং স্থানীয় নেতারা মধ্যে বিরাজমান টানাপড়েনের ইঙ্গিত বহন করে।

সংবাদ সম্মেলনে কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের অব্যাহতি পাওয়া তিন নেতার প্রকাশ্য উপস্থিতি রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। এতে দলীয় অভ্যন্তরীণ বিভাজন ও পুনর্বিন্যাসের সম্ভাবনার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাশেজের শেষ তিন টেস্ট থেকে ছিটকে গেলেন অজি তারকা

আলুবীজ উৎপাদনে বিপ্লব, টিস্যু কালচারে বছরে ২৫ লাখ প্লান্টলেট

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৭৪ হাজার ছাড়াল

জাপান / এক সপ্তাহের ‘শক্তিশালী ভূমিকম্পের’ সতর্কতা জারি

হেনস্তার শিকার ভারতীয় সংগীতশিল্পী

গুম-নির্যাতনের মামলা / ৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির 

যুবদলের স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু, ২ ইউনিয়নের ভোগান্তি লাঘব 

আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আব্দুল্লাহ

জন্ম থেকেই হাত নেই, ছোট আরশাদুল পা দিয়েই লেখে

ডিমেনশিয়ার ৬ শারীরিক লক্ষণ

১০

নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ

১১

বিরতির পর ফিরলেন কিয়ারা

১২

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না : দুদক চেয়ারম্যান 

১৩

ইসলামী আন্দোলন থেকে মুফতি হাবিবুরকে স্থায়ীভাবে বহিষ্কার

১৪

জগন্নাথপুর মুক্ত দিবস আজ

১৫

ভিভোতে চলছে নিয়োগ

১৬

বেগম রোকেয়ার দেহাবশেষ পায়রাবন্দে সমাহিত করার দাবি 

১৭

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

১৮

‘বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন’

১৯

সকালের যে ৫ অভ্যাস রাতের ঘুম নষ্ট করে

২০
X