বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে প্রধান শিক্ষককে পেটালেন দুই সহকারী শিক্ষক!

কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত
কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত

বরিশাল সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের সামনেই মারধর করার অভিযোগ উঠেছে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে। হামলার শিকার প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অভিযোগ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের নির্দেশে তার অনুসারী দুই শিক্ষক স্কুল ক্যাম্পাসের মধ্যেই তাকে মারধর করেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ধর্মের শিক্ষক শহিদুল ইসলাম সাইফুল্লাহ ও শারীরিক শিক্ষক মোখলেছুর রহমান ক্লাস না নিয়ে লাইব্রেরিতে আড্ডা দিচ্ছিলেন। বিষয়টি দেখতে পেয়ে ঘটনার প্রমাণ রাখতে মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করেন প্রধান শিক্ষক। বিষয়টি টের পেয়ে ওই শিক্ষক প্রধান শিক্ষকের মোবাইল ছিনিয়ে নেন এবং তাকে টেনেহিঁচড়ে লাইব্রেরির মধ্যে নিয়ে মারধর করেন। প্রধান শিক্ষক আত্মরক্ষায় দৌড়ে গিয়ে স্কুল মাঠে অবস্থান নেয়। সেখানে গিয়েও শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে মারধর করা হয় প্রধান শিক্ষককে। এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের নির্দেশে ওই দুই শিক্ষক হামলা করেছে তার ওপর। ভাইস চেয়ারম্যানের দুর্নীতি এবং অনিয়মের প্রতিবাদ করায় আগেও আমাকে মামলা দিয়ে নানাভাবে হয়রানি করেন। মঙ্গলবার দুপুরে হামলার ঘটনা সেই ষড়যন্ত্রের একটি অংশ বলে দাবি করেন।

তিনি আরও বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম সহকারী শিক্ষকের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচিত হওয়ার প্রায় দেড় বছর পর ক্ষমতার প্রভাব খাটিয়ে পুনরায় স্কুলে যোগদান করেন। ‘সরকারি বিধান মতে, জনপ্রতিনিধি থাকা অবস্থায় স্কুলে শিক্ষকতা করলেও ওই শিক্ষক কোনো ধরনের বেতনভাতাসহ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না। অথচ ভাইস চেয়ারম্যান রেহানা সম্মানির পাশাপাশি স্কুলের বেতনভাতা ভোগ করেন।

জানা গেছে, এ নিয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

এদিকে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম বলেন, ঘটনার সময় আমি ডিসি অফিসে মিটিংয়ে ছিলাম। হামলার খবর পেয়ে আমি দুপুরে স্কুলে যাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ১৬ বছর পর মামলা

১০

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

১১

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১২

জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

১৩

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

১৪

পশ্চিম দিকে থুথু ফেলা কি জায়েজ আছে?

১৫

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

১৬

ই-কারের ভাড়া ৫ টাকা করার দাবি চবি ছাত্রশিবিরের

১৭

কেশবপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত 

১৮

বিশ্বসুন্দরী মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছেন ফিলিস্তিনি নাহিন আইয়ুব

১৯

স্বেচ্ছাসেবক দল নেতা তুষার নিখোঁজ

২০
X