বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে প্রধান শিক্ষককে পেটালেন দুই সহকারী শিক্ষক!

কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত
কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত

বরিশাল সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের সামনেই মারধর করার অভিযোগ উঠেছে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে। হামলার শিকার প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অভিযোগ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের নির্দেশে তার অনুসারী দুই শিক্ষক স্কুল ক্যাম্পাসের মধ্যেই তাকে মারধর করেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ধর্মের শিক্ষক শহিদুল ইসলাম সাইফুল্লাহ ও শারীরিক শিক্ষক মোখলেছুর রহমান ক্লাস না নিয়ে লাইব্রেরিতে আড্ডা দিচ্ছিলেন। বিষয়টি দেখতে পেয়ে ঘটনার প্রমাণ রাখতে মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করেন প্রধান শিক্ষক। বিষয়টি টের পেয়ে ওই শিক্ষক প্রধান শিক্ষকের মোবাইল ছিনিয়ে নেন এবং তাকে টেনেহিঁচড়ে লাইব্রেরির মধ্যে নিয়ে মারধর করেন। প্রধান শিক্ষক আত্মরক্ষায় দৌড়ে গিয়ে স্কুল মাঠে অবস্থান নেয়। সেখানে গিয়েও শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে মারধর করা হয় প্রধান শিক্ষককে। এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের নির্দেশে ওই দুই শিক্ষক হামলা করেছে তার ওপর। ভাইস চেয়ারম্যানের দুর্নীতি এবং অনিয়মের প্রতিবাদ করায় আগেও আমাকে মামলা দিয়ে নানাভাবে হয়রানি করেন। মঙ্গলবার দুপুরে হামলার ঘটনা সেই ষড়যন্ত্রের একটি অংশ বলে দাবি করেন।

তিনি আরও বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম সহকারী শিক্ষকের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচিত হওয়ার প্রায় দেড় বছর পর ক্ষমতার প্রভাব খাটিয়ে পুনরায় স্কুলে যোগদান করেন। ‘সরকারি বিধান মতে, জনপ্রতিনিধি থাকা অবস্থায় স্কুলে শিক্ষকতা করলেও ওই শিক্ষক কোনো ধরনের বেতনভাতাসহ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না। অথচ ভাইস চেয়ারম্যান রেহানা সম্মানির পাশাপাশি স্কুলের বেতনভাতা ভোগ করেন।

জানা গেছে, এ নিয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

এদিকে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম বলেন, ঘটনার সময় আমি ডিসি অফিসে মিটিংয়ে ছিলাম। হামলার খবর পেয়ে আমি দুপুরে স্কুলে যাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

আলসার রোগীদের জন্য উপকারী কিছু পানীয়

প্রাপ্তবয়স্ক অবস্থায় যেভাবে বন্ধুত্ব গড়বেন

দেশে পরপর দুবার ভূমিকম্পের আঘাত যা বললেন আবহাওয়াবিদ পলাশ

ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বিভিন্ন সুবিধাসহ চাকরি দিচ্ছে হোন্ডা

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১০

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে উদ্বেগ ৬ দেশের

১২

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৩

আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোপুত্র গুয়েরা

১৪

হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে তহুরাদের ২৩ গোল

১৫

নিজের সাফল্য দেখে যেতে পারল না শিশু আয়েশা

১৬

এবার আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

১৭

ঘুরতে গিয়ে প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা স্বামী, অতঃপর...

১৮

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৯

তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

২০
X