বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে প্রধান শিক্ষককে পেটালেন দুই সহকারী শিক্ষক!

কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত
কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত

বরিশাল সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের সামনেই মারধর করার অভিযোগ উঠেছে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে। হামলার শিকার প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অভিযোগ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের নির্দেশে তার অনুসারী দুই শিক্ষক স্কুল ক্যাম্পাসের মধ্যেই তাকে মারধর করেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ধর্মের শিক্ষক শহিদুল ইসলাম সাইফুল্লাহ ও শারীরিক শিক্ষক মোখলেছুর রহমান ক্লাস না নিয়ে লাইব্রেরিতে আড্ডা দিচ্ছিলেন। বিষয়টি দেখতে পেয়ে ঘটনার প্রমাণ রাখতে মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করেন প্রধান শিক্ষক। বিষয়টি টের পেয়ে ওই শিক্ষক প্রধান শিক্ষকের মোবাইল ছিনিয়ে নেন এবং তাকে টেনেহিঁচড়ে লাইব্রেরির মধ্যে নিয়ে মারধর করেন। প্রধান শিক্ষক আত্মরক্ষায় দৌড়ে গিয়ে স্কুল মাঠে অবস্থান নেয়। সেখানে গিয়েও শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে মারধর করা হয় প্রধান শিক্ষককে। এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের নির্দেশে ওই দুই শিক্ষক হামলা করেছে তার ওপর। ভাইস চেয়ারম্যানের দুর্নীতি এবং অনিয়মের প্রতিবাদ করায় আগেও আমাকে মামলা দিয়ে নানাভাবে হয়রানি করেন। মঙ্গলবার দুপুরে হামলার ঘটনা সেই ষড়যন্ত্রের একটি অংশ বলে দাবি করেন।

তিনি আরও বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম সহকারী শিক্ষকের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচিত হওয়ার প্রায় দেড় বছর পর ক্ষমতার প্রভাব খাটিয়ে পুনরায় স্কুলে যোগদান করেন। ‘সরকারি বিধান মতে, জনপ্রতিনিধি থাকা অবস্থায় স্কুলে শিক্ষকতা করলেও ওই শিক্ষক কোনো ধরনের বেতনভাতাসহ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না। অথচ ভাইস চেয়ারম্যান রেহানা সম্মানির পাশাপাশি স্কুলের বেতনভাতা ভোগ করেন।

জানা গেছে, এ নিয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

এদিকে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম বলেন, ঘটনার সময় আমি ডিসি অফিসে মিটিংয়ে ছিলাম। হামলার খবর পেয়ে আমি দুপুরে স্কুলে যাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১০

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১১

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১২

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৩

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৪

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৫

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৬

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

১৭

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

১৮

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

১৯

প্রথম রূপায়ন আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

২০
X