যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি ভঙ্গ করে নেতাকর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব। ছবি : সংগৃহীত
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব। ছবি : সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নেতাকর্মীদের মিছিল ও শোডাউন করায় যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১৫ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকার এ শোকজ নোটিশ দেন। আগামী দুদিনের মধ্যে লিখিতভাবে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়। রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম সৌদি ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে নেতাকর্মীরা বাজার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভা করেন। এ সময় ধানের শীষ প্রতীক ও বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের নামে স্লোগান দেওয়া হয়।

মিছিল ও শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি ভিডিওটি নিজ ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব। পরে স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট অভিযানে যান। তবে অভিযানের আগেই কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা। এরপর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নির্দেশে বিএনপির এ প্রার্থীকে শোকজ করা হয়।

সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকারের স্বাক্ষরিত শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত তপশিল অনুযায়ী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুসারে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী তিন সপ্তাহের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো নিষিদ্ধ। অথচ ১৫ ডিসেম্বর বিকেলে অনুমোদন ছাড়া বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে নির্বাচনী উদ্দেশ্যে মিছিল ও শোডাউন করা হয়েছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে আরও বলা হয়েছে, যেহেতু ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ৮৮-যশোর-৪ আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, সেহেতু তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে দুদিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকার বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। প্রার্থী নিজে উপস্থিত না থাকলেও তার পক্ষে নেতাকর্মীরা শোডাউন করেছে। এতে আচরণবিধি ভঙ্গ হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেন, আজ আমরা শোকজের জবাব দিয়েছি। নেতাকর্মীরা অজ্ঞতাবশত মিছিল করেছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আবেদন জানানো হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের এক নেতা বহিষ্কার

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগ কর্মী আটক

ইডেনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও জার্নালের মোড়ক উন্মোচন

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন

তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন যে ১০ জন

‘স্বাধীনতার ইতিহাস বিকৃত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবদান আড়াল করা হয়েছিল’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির বিশেষ নির্দেশনা

মনোনয়ন না পেয়ে এবি পার্টিতে যোগ দিলেন জমিয়তের কেন্দ্রীয় নেতা

‘হাওয়া’র পর সুমনের ‘রইদ’

১০

সিলেটে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত

১১

হাদির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল 

১২

আইপিএল নিলামে দল পেলেন না তাসকিন

১৩

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

১৪

পালাতে গিয়ে মেরুদণ্ড ভাঙলেন শান্তিতে নোবেলজয়ী নেত্রী

১৫

জনসংখ্যা বাড়াতে ইন্টারনেট-বিদ্যুৎ বন্ধ রাখবে যে দেশ

১৬

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান ও আত্মত্যাগ

১৭

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

১৮

মস্কোয় কেমন আছেন বাশার আল আসাদ

১৯

ভারতে ট্রাফিক আইন ভেঙে রাস্তায় নারী কনস্টেবলের নাচ

২০
X